
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। এ বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেকটি আসর। আর এই আসরেও মাহমুদউল্লাহ রিয়াদকেই অধিনায়ক হিসেবে দেখার পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রিয়াদের অধীনে বাংলাদেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মত পরাশক্তি দলের বিপক্ষে সিরিজ জিতেছে। বিশ্বকাপ পারফরম্যান্সের কারণে কেউ কেউ অবশ্য অধিনায়ক পরিবর্তনের দাবি জানিয়েছিলেন। তবে ক্রিকেটের প্রধান কর্তা রিয়াদের কাঁধেই রাখছেন হাত।
পাপন বলেন, ‘আমার দেখামতে রিয়াদ অধিনায়ক হিসেবে খুবই ভালো করছে। অধিনায়কত্ব এক জিনিস খেলা আরেক জিনিস। ওর অধিনায়কত্বে আমি কোনো সমস্যা দেখছি না।’
পাপন মনে করেন, টি-টোয়েন্টির দৈন্যদশা দূর করতে নতুন ক্রিকেটার তুলে এনে তাদের কাজে লাগাতে হবে। বিশ্বকাপের আগে সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার আভাসও দিয়েছেন তিনি, ‘টি-টোয়েন্টিও টেস্টের মত এমন একটা ফরম্যাট যেখানে আমরা দুর্বল। এখানে আমাদের নতুন কিছু খেলোয়াড় বের করে আনতে হবে। এই বিশ্বকাপের আগে ১৬টি ম্যাচ আছে। সিনিয়র খেলোয়াড়দের জন্য এটা খেলা চাপ হতেই পারে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে।’
‘আমরা একটা জিনিস প্রমাণ করতে পেরেছি- আমরা ভালো খেলতে পারি। আমরা সবাইকে হারাতে পারি। অন্তত ওয়ানডেতে তো পেরেছি। অন্য ফরম্যাটেও পারব। এজন্য অনেক বেশি কষ্ট করতে হবে, কাজ করতে হবে, পরিকল্পনা করতে হবে।’
টি-টোয়েন্টির জনপ্রিয়তা বিচারে এই ফরম্যাটে ভালো করতেও কাজ করছে টাইগাররা। তবে নিজেদের স্বাচ্ছন্দ্যের ফরম্যাট ওয়ানডের পর আপাতত টেস্টেই বোর্ডের বেশি মনোযোগ, জানালেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট এখন টি-টোয়েন্টি। আমাদের কাছে টি-টোয়েন্টিও গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে ওয়ানডের পর মূল মনোযোগ রাখতে চাচ্ছি টেস্টে। একটু সময় লাগবে। কিন্তু আমি খুবই আত্মবিশ্বাসী।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।