টি-টোয়েন্টির জন্য পৃথক কোচ নিয়োগের পরামর্শ হরভজনের

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2023-02-27T02:36:37+06:00
আপডেট হয়েছে - 2023-02-27T02:36:46+06:00
অনেকেই বলেন, টি-২০ ক্রিকেটের মানচিত্রটা নাকি ভারতই এঁকে দিয়েছে। এমনটা বলার যথেষ্ট কারণও আছে। এই ফরম্যাটের ক্রিকেটকে সবচেয়ে জনপ্রিয় করে তোলার পেছনে বড় অবদান আইপিএলের। আবার প্রথম টি-২০ বিশ্বকাপের শিরোপাও উঠেছিল ভারতের হাতে।
অথচ ২০০৭ সালের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে আর কোনো বড় অর্জন নেই ভারতের। গত দুই বছরে পরপর দুটি বিশ্বকাপে ভারতকে বিদায় নিতে হয়েছে শোচনীয়ভাবে। কীভাবে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানো যায় তা ভেবে যখন ভারতের ক্রিকেট কর্তাদের ঘুম হারাম, তখন অভিনব পরামর্শ দিলেন বীরেন্দর শেবাগ।
সর্বশেষ এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে টি-টোয়েন্টির জন্য আলাদা কোচ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ। তিনি ছিলেন ভারতেরই কোচ শ্রীধরন শ্রীরাম, টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যিনি বাংলাদেশের পারফরম্যান্সে ব্যাপক উন্নতি নিয়ে এসেছিলেন। নানা কারণে শ্রীরামের বাংলাদেশ অধ্যায় বিশ্বকাপের পর আর দীর্ঘায়িত হয়নি। তবে টি-টোয়েন্টির জন্য আলাদা কোচ রাখার এই ব্যাপারটা মনে ধরেছে হরভজনের।
তিনি বলেন, ‘দুজন অধিনায়ক থাকতে পারলে, দুজন কোচও তো থাকতে পারে। কেন নয়? টি-২০ ফরম্যাটের জন্য এমন কেউ, যার পরিকল্পনা একটু আলাদা হবে। যেমন ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে অনবদ্য পারফর্ম করছে ইংল্যান্ড টেস্ট দল। তেমনই ভারতীয় ক্রিকেটে আশিস নেহরা কিংবা বীরেন্দর শেবাগের মতো কাউকে দায়িত্ব দেওয়াই যায়। আশিস নেহরা আইপিএলে গুজরাট টাইটান্সে হার্দিক পান্ডিয়ার সঙ্গে কাজ করেছেন। প্রথম বছরেই আইপিএল জিতেছে গুজরাট টাইটান্স। এমন একজনকে দলে আনা হোক যার টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে স্পষ্ট ধারণা রয়েছে।’
টি-টোয়েন্টির জন্য আলাদা কোচ রাখতে গেলে সবচেয়ে ভালো অপশন ভারতের হাতেই আছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মুকুটটা আইপিএলের দখলে। সেই আইপিএলে কাজ করার জন্য বিশ্বের বাঘা বাঘা সব কোচেরা বসে থাকেন। বাংলাদেশের সাবেক কোচ শ্রীরাম যেমন কোচিং করাবেন বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আইপিএলে যারা ভালো করছেন, তাদের মধ্য থেকে কাউকে যদি ভারত টি-টোয়েন্টি দলের জন্য বেছে নেওয়া হয়, নেহায়েত মন্দ হবে না।
অবশ্য সেই সিদ্ধান্ত নিলে খুব দ্রুতই নিতে হবে বিসিসিআইকে। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যে টি-২০ বিশ্বকাপ আয়োজিত হবে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তার জন্য এখনই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করলে কেটে যেতে পারে টি-২০ ক্রিকেটে ভারতের সাফল্যের খরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।