Scores

টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে ওয়ানডের দল বাছাই কঠিন : প্রধান নির্বাচক

প্রথমবারের মত শুধু দেশের ক্রিকেটারদের নিয়ে বড় পরিসরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ নামের এই টুর্নামেন্টে ব্যাট-বল হাতে উজ্জ্বল ছিলেন উঠতি তরুণরা। যদিও নিকট ভবিষ্যতে বাংলাদেশের কোনো টি-টোয়েন্টি ম্যাচই নেই, তাই তাদের পারফরম্যান্সের রাতারাতি মূল্যায়নও অনেকটা অসম্ভব।

ওয়ানডে ফরম্যাটের বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফর তখনো চূড়ান্ত হয়নি। টি-টোয়েন্টি কাপ চলাকালে আসে ক্যারিবীয়দের বাংলাদেশ সফর চূড়ান্ত হওয়ার ঘোষণা। কিন্তু ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সাথে অনেক দরকষাকষি করেও সূচিতে কোনো টি-টোয়েন্টি ম্যাচ রাখতে পারেনি বিসিবি।

Also Read - টেস্টে আছেন টেলর, ফিরেছেন উইলিয়ামসন


টি-টোয়েন্টি ফরম্যাটের ঘরোয়া আসর খেলে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট খেলার অপেক্ষায় থাকা বাংলাদেশ দল কেমন পারফর্ম করবে, তা নির্ভর করছে নির্বাচকদের সাজানো দল কেমন হচ্ছে তার উপর। তার আগে নির্বাচকরা একটু গলদঘর্মই হচ্ছেন। টি-টোয়েন্টির পারফরম্যান্স বিবেচনা করে ওয়ানডে দল সাজানো তো মোটেও সহজ কাজ নয়!

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পারফরম্যান্স দেখে ওয়ানডে সেটআপের দল সাজানো কঠিন। তবে এটাও সত্যি যে স্থানীয় খেলোয়াড়রা অনেক দিন পর টি-টোয়েন্টি খেলতে নেমেছে এবং কেউ কেউ প্রথমবারের মত খেলেছে। তারা নির্ভয়ে খেলেছে। এইচপির ছেলেরাও ভালো করেছে।’

ক্রিকেটে ফিরে ছেলেদের ভয়ডরহীন ক্রিকেট তাই কিছুটা আশ্বস্ত করছে দেশের ক্রিকেটের কর্তাব্যক্তিদের। তবে ক্যারিবীয় সিরিজের স্কোয়াডে নতুন মুখ থাকার সম্ভাবনা কম। নান্নু জানান, নতুন বছরের প্রথম সপ্তাহেই ঘোষণা করা হবে দল।

তিনি বলেন, ‘৭ জানুয়ারি অনুশীলন শুরু হবে। আমরা তাই আগামী মাসের শুরুতে স্কোয়াড ঘোষণা করব। মহামারির পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের ওয়ানডে স্কোয়াড হবে ১৭ সদস্যের।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

‘৬৮’ মাস পর জয়শূন্য ড্র দেখল ক্রিকেট বিশ্ব

ব্রাথওয়েট-কর্নওয়ালের ব্যাটে এগিয়ে রইল ওয়েস্ট ইন্ডিজ

১ম দিন সেয়ানে সেয়ানে লড়াই, ব্রাথওয়েটের ‘১’ রানের অপেক্ষা

বনার-মেয়ার্সের ব্যাটে ম্যাচ বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কার দুর্দান্ত প্রত্যাবর্তনে জমে উঠেছে ম্যাচ