
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে উত্থান ঘটেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার বার্ষিক হালনাগাদকৃত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৯ম স্থান থেকে টাইগাররা উঠে এসেছে ৮ম স্থানে।

বুধবার (৪ মে) আইসিসি বার্ষিক হালনাগাদকৃত র্যাংকিং প্রকাশ করে। এতে শীর্ষে অবস্থান করছে ভারত। শীর্ষ পাঁচে আরও রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের রেটিং ২৫০, ওয়েস্ট ইন্ডিজের ২৪০। ২৩৩ রেটিং নিয়ে তাদের ঠিক পরই বাংলাদেশের অবস্থান। শীর্ষ দশে আরও আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
বাংলাদেশ ছাড়াও বার্ষিক হালনাগাদে এগিয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তিনটি দলই ১ ধাপ করে এগিয়েছে। তবে ২ ধাপ পিছিয়ে গেছে নিউজিল্যান্ড। এছাড়া ১ ধাপ পিছিয়েছে নিউজিল্যান্ড।

সর্বশেষ বিশ্বকাপে ভরাডুবি হলেও বাংলাদেশ ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছিল। ঐতিহাসিক এই দুই সাফল্য টাইগারদের র্যাংকিংয়ে উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে।
একনজরে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিং (শীর্ষ দশ)
অবস্থান | দল | রেটিং |
১ম | ভারত | ২৭০ |
২য় | ইংল্যান্ড | ২৬৫ |
৩য় | পাকিস্তান | ২৬১ |
৪র্থ | দক্ষিণ আফ্রিকা | ২৫৩ |
৫ম | অস্ট্রেলিয়া | ২৫১ |
৬ষ্ঠ | নিউজিল্যান্ড | ২৫০ |
৭ম | ওয়েস্ট ইন্ডিজ | ২৪০ |
৮ম | বাংলাদেশ | ২৩৩ |
৯ম | শ্রীলঙ্কা | ২৩০ |
১০ম | আফগানিস্তান | ২২৬ |
শ্রীলঙ্কার ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণাhttps://t.co/1MklYNwfwz
— bdcrictime.com (@BDCricTime) May 4, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।