Scores

টি-টোয়েন্টি দলে না থাকলে খেলতে হবে তৃতীয় রাউন্ড

কয়েক বছর পর এবারের জাতীয় লিগে অংশ নিচ্ছেন জাতীয় দলের প্রায় সব ক্রিকেটার। প্রাথমিকভাবে বলা হয়েছিল, জাতীয় দলের ক্রিকেটাররা লিগের প্রথম দুই রাউন্ডে খেলবেন। তবে ভারত সফরের টি-টোয়েন্টি দলে যারা থাকবেন না তাদের খেলতে হবে তৃতীয় রাউন্ডও।

টি-টোয়েন্টি দলে না থাকলে খেলতে হবে তৃতীয় রাউন্ড

এমনটিই জানিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার। বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে বাশার জানান, আগামী ২৫ অক্টোবর থেকে ভারত সফরের ক্যাম্প শুরু হবে, তবে সেটি শুধু টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে। যেসব ক্রিকেটার টি-টোয়েন্টি দলে থাকবেন না কিন্তু জায়গা পাবেন টেস্ট দলে, তাদের খেলতে হবে এনসিএলের তৃতীয় রাউন্ড। উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ভারত সফর শুরু করবে টাইগাররা।

Also Read - তামিমের ব্যাটিংয়ে ভালোর ‘ছন্দ’ রয়েছে- রিয়াদ


রবিবার (১৩ অক্টোবর) হাবিবুল বাশার বিডিক্রিকটাইমকে বলেন, ‘২৫ তারিখ থেকে ভারত সফরের জন্য শুধু টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে ক্যাম্প শুরু হবে। যারা টেস্ট দলে থাকবে কিন্তু টি-টোয়েন্টি দলে থাকবে না, তাদের জাতীয় লিগের তৃতীয় রাউন্ড খেলতে হবে।’

চলতি বছরের নভেম্বরে ভারত সফরে থাকবে বাংলাদেশ জাতীয় দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের আগে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ৩, ৭ ও ১০ নভেম্বর। ম্যাচগুলোর ভেন্যু যথাক্রমে দিল্লী, রাজকোট ও নাগপুর। ১৪ ও ২২ নভেম্বর ইনডোর ও কলকাতায় শুরু হবে টেস্ট দুটি।

প্রসঙ্গত, চলমান ২১তম জাতীয় লিগের তৃতীয় রাউন্ড শুরু হবে আগামী ২৪ অক্টোবর।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

জামিনে মুক্তি পেলেন কুশল মেন্ডিস

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই কৃত্রিম দর্শকের অনুভূতি

তৃতীয় দফায় দলে যোগ দিবেন আরও তিন পাকিস্তানি ক্রিকেটার

চূড়ান্ত হল আরও একটি আন্তর্জাতিক সিরিজ

ভারত-অস্ট্রেলিয়ার যৌথ কৌশলে বাদ পড়বে বিশ্বকাপ!