টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা
ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী শ্রীলঙ্কা। রবিবার (২৪ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে প্রোটিয়ারা।
জোহানেসবার্গে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
দলের পক্ষে অর্ধ-শতক হাঁকান রিজা হ্যানড্রিক্স ও ডোয়াইন প্রিটোরিয়াস। হ্যানড্রিক্সের ব্যাট থেকে ৫২ বলের মোকাবেলায় ৮টি চার ও ২টি ছক্কার সহায়তায় আসে ৬৬ রান। আরও বিধ্বংসী ছিলেন প্রিটোরিয়াস। ৪২ বলের মোকাবেলায় ৭টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রান করে অপরাজিত থাকেন তিনি।
এছাড়া অন্যান্যদের মধ্যে অধিনায়ক জেপি ডুমিনি ১৪ বলে ৩৪ ও ওপেনার এইডেন মারক্রাম ১২ বলে ১৫ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে সুরাঙ্গা লাকমল ও জেফরি ভ্যান্ডারসে একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৪২ রানে ওপেনার ধনঞ্জয়া ডি সিলভাকে হারায় শ্রীলঙ্কা। এরপর কাছাকাছি সময়েই দলটি হারায় নিরোশান ডিকওয়েলা, অভিষকা ফার্নান্দো ও কামিন্দু মেন্ডিসের উইকেট।
৭টি চারে ২২ বলে ৩৮ রান করা ডিকওয়েলার পর মারকুটে ব্যাট চালানোর ইঙ্গিত দিচ্ছিলেন অ্যাঞ্জেলো পেরেরা। তবে তিনি বিদায় নেন মাত্র ১৫ রানের মাথায়। শেষ দিকে ইসুরু উদানা ছাড়া কারও ব্যাটই পায়নি দুই অঙ্কের রানের দেখা। বৈরি পরিবেশের কারণে ১৭ ওভারে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৩ রান। তবে নির্ধারিত ওভার শেষে – উইকেট হারিয়ে দলটি মাত্র – রান জড়ো করে। ফলে – রানের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা।
স্বাগতিকদের পক্ষে অ্যান্ডিলে ফেলুকায়ো একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া জুনিয়র ডালা শিকার করেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১৯৮/২ (২০ ওভার)
প্রিটোরিয়াস ৭৭*, হ্যানড্রিক্স ৬৬, ডুমিনি ৩৪*
ভ্যান্ডারসে ৩৫/১, লাকমল ৩৮/১
শ্রীলঙ্কা ১৩৭ (১৫.৪ ওভার)
ডিকওয়েলা ৩৮, উদানা ৩৬, অ্যাঞ্জেলো পেরেরা ১৫
ফেলুকায়ো ২৪/৪, ডালা ২৯/২
ফল: দক্ষিণ আফ্রিকা ৪৫ রানে জয়ী (ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে)