Scores

টি-টোয়েন্টি সিরিজে বাটলার ও স্টোকসকে বিশ্রাম

উইন্ডিজের  বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার ও অলরাউন্ডার বেন স্টোকসকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। মূলত আইপিএলে অংশগ্রহণসহ চলতি বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরপরই তাদেরকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন ইংলিশ নির্বাচকরা।

টি-টুয়েন্টি সিরিজে বাটলার ও স্টোকসকে বিশ্রামক্যারিবিয়ান সফরে বর্তমানে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। বুধবার প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতে এরই মধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইউয়িন মরগানের দল।

Also Read - রেকর্ড গড়লেন শ্রেয়াস

বাটলার ও স্টোকসের পরিবর্তে দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান স্যাম বিলিংস ও অলরাউন্ডার ডেভিড মালানকে। বিলিংস ইংল্যান্ডের জার্সিতে সবশেষ খেলেছিলেন গেল বছরের জুনে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে। আর মালানের সবশেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে। গেল বছরে আগস্টের ওই ম্যাচে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন তিনি।

স্টোকস ও বাটলার তিন ফরম্যাটেই ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য।  উইন্ডিজের বিপক্ষে পঞ্চম ওয়ানডের পরপরই দেশে ফিরবেন তারা। দুজনের সামনেই ব্যস্ত সূচি- বিশ্বকাপ ছাড়াও আছে অ্যাশেজ ও আইপিএল।

ইংল্যান্ডের জাতীয় নির্বাচক এড স্মিথ অবশ্য জানিয়েছেন, আইপিএলকে অগ্রাধিকার দিয়ে তাদের জাতীয় দল থেকে বিশ্রাম দেওয়া হয়নি। ব্যস্ত সূচির কারণে প্রধান কোচের সুপারিশে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না জেসন রয়ও। প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় আছেন রয়ের স্ত্রী। ১৪ সদসের দলে ফিরেছেন স্যাম বিলিংস ও ডেভিড মালান। গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের পর প্রথমবারের মতো দলে ডাক পেলেন এই দুজন।

আগামী ৬ মার্চ সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে পরের দুই ম্যাচ হবে ৯ ও ১১ মার্চ।

ইংল্যান্ড টিটোয়েন্টি দল: এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, ডেভিড উইলি, মার্ক উড।


Related Articles

‘অসাধারণ, প্রকাশ করার মতো না’- তামিমের নেতৃত্ব নিয়ে সাইফ

রশিদের অলরাউন্ড নৈপুণ্যে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড

‘আমরা যেমন একজনকে খুঁজছিলাম, হাসান ঠিক তেমনই’

টাইগারদের পারফর্মে ‘৮৫’ শতাংশ খুশি তামিম

আইপিএলের জন্য পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল