Scores

টি-২০’তেও নড়বড়ে অস্ট্রেলিয়া

ফরম্যাট বদলে টি-২০ হলেও কাটছে না অস্ট্রেলিয়ার দুঃসময়। ক্যারারায় একমাত্র টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে অস্ট্রেলিয়া।

টি-২০’তেও নড়বড়ে অস্ট্রেলিয়া
ছবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার এই দাপট অক্ষুণ্ণ থাকেনি ম্যাচের শেষ পর্যন্ত। ছবি: গেটি ইমেজ।

টস হেরে ব্যাট করতে নেমে এদিন বৃষ্টির কবলে পড়ে দক্ষিণ আফ্রিকা। আবহাওয়ার বিপর্যয়ে ইনিংসের দৈর্ঘ্য কমে আসে ১০ ওভারে। সেই ১০ ওভারে দলের সংগ্রহ দাঁড়ায় ১০৮ রান, ৬ উইকেট হারিয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান (১৫ বল) আসে অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের ব্যাট থেকে। এছাড়া ওপেনার কুইন্টন ডি কক ১৬ বলে ২২ ও রিজা হ্যান্ড্রিকস ৮ বলে ১৯ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে নাথান কোল্টার-নাইল ও অ্যান্ড্রু টাই দুটি এবং বিনি স্ট্যানল্যাক ও গ্লেন ম্যাক্সওয়েল একটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলকে ভালো শুরু এনে দেওয়ার চেষ্টা করেছিলেন দুই ওপেনার। তবে ওভার বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছিল না দলের রান। শুরুর ছন্দ ধরে রাখতে না পারায় একসময় রানের গতিও কমে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভার শেষে ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৮৭ রান। দলের পক্ষে ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল।

Also Read - রবিবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বিসিবি একাদশ ও উইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট শিকার করেন লুঙ্গি এনগিডি, করিস মরিস ও অ্যান্ডিলে ফেলুকায়ো। এছাড়া একটি উইকেট পান তাবরাইজ শামসি। দুই ওভারে মাত্র ১২ রান বিলি করে তিনিই হন ম্যাচের সেরা খেলোয়াড়।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ১০৮/৬ (১০ ওভার); ডু প্লেসিস ২৭, ডি কক ২২; টাই ১৮/২, কোল্টার-নাইল ১৯/২

অস্ট্রেলিয়া ৮৭/৭ (১০ ওভার); ম্যাক্সওয়েল ৩৮, লিন ১৪; মরিস ১২/২, এনগিডি ১৬/২

ফল: দক্ষিণ আফ্রিকা ২১ রানে জয়ী

ম্যান অব দ্যা ম্যাচ: তাবরাইজ শামসি

আরও পড়ুন: উইন্ডিজের বিপক্ষে টেস্টে ফিরলেন সাকিব; নতুন মুখ নাঈম

Related Articles

অজিদের কাছে হারে সিরিজ শুরু পাকিস্তানের

স্মিথ-ওয়ার্নারের জন্য জায়গা ছাড়তে প্রস্তুত ফিঞ্চ

টেস্ট জার্সির পেছনে আসছে নাম ও নম্বর!

প্রথম টেস্ট জয় পেতে কে কত ম্যাচ খেলেছে

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ খাজা-তাহির-গেইলদের