Scores

টি-২০ ব্লাস্টে বাবরের ঝড়ো সেঞ্চুরি

ইংল্যান্ডের সীমিত ওভারের ঘরোয়া টুর্নামেন্ট টি-২০ ব্লাস্টে ঝড়ো শতক হাঁকিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম। তার শতকের ওপর ভর করে ও বৃষ্টি আইনে হ্যাম্পশায়ারের বিপক্ষে বড় জয় পেয়েছেন সমারসেট।

শুক্রবার (৯ আগস্ট) মুখোমুখি হয় সমারসেট ও হ্যাম্পশায়ার। সাউদাম্পটনে আগে ব্যাটিং করতে নামা সমারসেটের হয়ে অপরাজিত শতক হাঁকান বাবর। এটা তার টি-২০ ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

Also Read - চুক্তির আগে সিলেটের বকেয়া পরিশোধ চায় গভর্নিং কাউন্সিল


হ্যাম্পশায়ারের বিপক্ষে ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটসম্যান। ৫৫ বলে ১০২ রান নিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। তার ঝড়ো ইনিংসের শেষ ৫০ রান এসেছে মাত্র ২৩ বলে। ৫৫ বলের এই টর্নেডো ইনিংসে ছিল ৬টি ছয় ও ৭টি চারের মার।

তার শতকের সুবাদে ৪ উইকেটের বিনিময়ে ২০২ রানের বড় সংগ্রহ পায় সমারসেট। বড় লক্ষ্যের জবাবে ১২.১ ওভারে ৬৯ রানেই ৬ উইকেট হারিয়ে অশনি সংকেত দেখে হ্যাম্পশায়ার। তখন বৃষ্টি নামলে আর খেলা মাঠে গড়ায়নি। শতক করার পরে ফিল্ডিংয়েও দুইটি ক্যাচ ধরেন বাবর।

চলতি টি-২০ ব্লাস্টে ৪২৫ রান নিয়ে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে স্থানে আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আইসিসি আন্তর্জাতিক টি-২০ ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়েও শীর্ষে স্থানে অবস্থান করছেন বাবর। টি-২০ ক্যারিয়ারে ১২৩.৭৩ স্ট্রাইকরেটে তার রান তোলার গড় ৪২.৬।


প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশাল ব্যবধানের জয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড

দল ব্যর্থ হলেই দোষারোপ করা হত মঈন আলীকে!

দক্ষিণ আফ্রিকার পরবর্তী ম্যাচে নিষিদ্ধ রাবাদা

আইসিসির বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০১৯

অশ্লীল গালি দিয়ে বাটলারের দণ্ড