Scores

টি-২০ সিরিজে তামিমের বদলি মুমিনুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজে ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। ইনজুরি আক্রান্ত বাঁহাতি ওপেনার তামিম ইকবালের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন তিনি।

টি-২০ সিরিজে তামিমের বদলি মুমিনুল

ওয়ানডে সিরিজের অংশ হিসেবে বর্তমানে দলের সঙ্গেই রয়েছেন মুমিনুল। ২২ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শেষে তাই দেশে ফেরার তাড়া থাকছে না তাঁর, একেবারে টি-২০ সিরিজ শেষ করে দলের বাকি সদস্যদের সাথেই পা রাখবেন বাংলাদেশে।

Also Read - মাশরাফির দলে ডাক পেয়ে খুশি শামসুর রহমান


মুমিনুলের টি-২০ দলে অন্তর্ভুক্তির ব্যাপারে নিশ্চিত করে জাতীয় দলের প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘ওয়ানডে দলের সঙ্গে মুমিনুল হক রয়েছে। সে দলের সঙ্গেই থাকবে। টি-টোয়েন্টি সিরিজে তামিমের জায়গায় সে দলে ঢুকবে।’

এদিকে ইনজুরি সারিয়ে মাঠে ফেরার পরপরই আরও একটি দুঃসংবাদ শুনতে হয়েছে তামিম ইকবালকে। ইনজুরির কারণে ৩-৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই বামহাতি ব্যাটসম্যানকে।

জানা গেছে, তামিমের গত সপ্তাহের ইনজুরিটিই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাম উরুর উপরের দিকের মাংসপেশিতে চোট পান তামিম। এর পর থেকেই ইনজুরিটি ভোগাচ্ছে তাঁকে। এমনকি এই ওপেনার খেলতে পারেননি দ্বিতীয় টেস্ট, ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচ ও প্রথম ওয়ানডেতেও।

দ্বিতীয় ওয়ানডের দলে তামিমকে দেখে কিছুটা স্বস্তি পেয়েছিলেন বাংলাদেশের সমর্থকরা। তবে বাঁহাতি ওপেনার আবারও ইনজুরিতে পড়ায় দুশ্চিন্তা বেড়ে গেলো টাইগার সমর্থকদের।

ইনজুরিতে থাকাকালীন সময়ে জানা গিয়েছিল, এই ইনজুরি বেড়ে গেলে মাস দুয়েকের জন্য মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। জানা গেছে, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় ওয়ানডে খেলার সময়ই ব্যথা বোধ করেন তামিম। ম্যাচ শেষে সেই ব্যথা ক্রমশ বেড়েছে। শুক্রবার দলের সাথে অনুশীলন পর্যন্ত করতে পারেননি তামিম।

এদিকে স্ক্যান করানোর পর জানা যায়, তামিমের দক্ষিণ আফ্রিকা সফর শেষ এখানেই। বিমানের টিকিট পেলে শনিবারই (২১ অক্টোবর) দেশের উদ্দেশে রওনা হবেন তামিম। আর টিকেট না পেলে রবিবার বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ইনজুরিতে আক্রান্ত আরেক পেসার মুস্তাফিজদের সঙ্গে দেশে ফিরে আসবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত জাতীয় দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের উদ্দেশে উড়াল দিলো টাইগারবাহিনী

টি-২০ তে পেরেরার বদলে মেন্ডিস

ভুগিয়েছে প্রোটিয়াদের শেষ পাঁচ ওভারই

‘এই ইনিংসের মূল্য নেই’

তবু প্রাপ্তি লড়াকু মানসিকতা