
ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারের নিজের ২৩তম শতক হাঁকিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তার ১০৩ রানের ইনিংসের সুবাদে ইংল্যান্ডকে ৫২১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয় সফরকারীরা। কোহলির দুর্দান্ত ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ সবাই। টুইটারে কোহলি ভাসছেন প্রশংসার জোয়ারে।
এ সফরের আগে অনেক খোঁচাই শুনতে হয়েছিল ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। গত ইংল্যান্ড সফরের দুঃস্মৃতিটাও তাকে কম তাড়া করেনি। গত ইংল্যান্ড সফরে দশ ইনিংসে মাত্র ১৩৪ রান করেছিলেন কোহলি। ইংল্যান্ডের মাটিতে তার এমন বিবর্ন পারফরম্যান্সের পর এবারের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কোহলি কেমন করবেন তা নিয়ে আলোচনা কম হয়নি।
কোহলি যেন সবকিছুর জবাব দিলেন ব্যাট হাতে। প্রথম টেস্টে খেলেছিলেন ১৪৯ রানের ইনিংস। ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৯৭ রান। মাত্র তিন রানের জন্য পাননি শতকের দেখা। তবে দ্বিতীয় ইনিংসে ১০৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন কোহলি। কোহলির ব্যাটে ভর করে এখন চালকের আসনে ভারত। টুইটারে কোহলিকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই।
তামিম ইকবালঃ টুইটে তামিম লিখেন, “বিরাট কোহলি অবিশ্বাস্য। কি অসাধারণ এক ইনিংস।”
@imVkohli is unbelievable what an innings ??????
— Tamim Iqbal Khan (@TamimOfficial28) August 20, 2018
মাইকেল ভনঃ শতকের পর ভন টুইটে কোহলিকে আখ্যা দেন বর্তমান সময়ের বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে।
He is no question at all the best player in the world … @imVkohli … #100 #ENGvIND
— Michael Vaughan (@MichaelVaughan) August 20, 2018
হরভজন সিংঃ ভারতের ক্রিকেটার হরভজন সিং কুর্নিশ জানান কোহলিকে।
KING KOHLI ?????100 @TrentBridge take a bow @imVkohli #ENGvIND 3rd test @BCCI
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 20, 2018
হার্শা ভোগলেঃ ধারাভাষ্যকার হার্শা ভোগলে তার টুইটে লিখেন ২০১৪ সাল এখন সমাহিত। দুর্দান্ত পারফরম্যান্স করে ২০১৪ সালে ইংল্যান্ড সিরিজের ব্যর্থতাকে যে কোহলি একদম ঢেকেই দিয়েছেন।
No 23 for Kohli. Hard fought, well crafted, master of all formats. Loved his application. 2014 is buried.
— Harsha Bhogle (@bhogleharsha) August 20, 2018
আকাশ চোপড়াঃ ধারাভাষ্যকার আকাশ চোপড়া তুলে ধরেন কোহলির রানের ক্ষুধা। তিনি লিখেন, “ক্ষুধা আর শৃঙ্খলাই তাকে বাকিদের চেয়ে আলাদা করে। আসলেই কোহলি তিন ফরম্যাতেই এ গ্রহের সেরা ব্যাটসম্যান।” কোহলিকে মডার্ন মাস্টার হিসেবে অভিহিত করেন আকাশ চোপড়া।
Hunger & Discipline. That’s what separates him from the rest. Kohli’s indeed the best batsman on the planet across three formats… #23 #ModernMaster
— Aakash Chopra (@cricketaakash) August 20, 2018
মোহাম্মদ কাইফঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৪ সালে কোহলির দুরন্ত ফর্মের কথা তুলে ধরেন মোহাম্মদ কাইফ। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের সিরিজে ৬৯২ রান সংগ্রহ করেছিলেন কোহলি। এ সিরিজেও ঐ ধারায় রান করবেন বলে মনে করেন ভারতের এ সাবেক ক্রিকেটার। ২০১৪ সালের ব্যর্থতার পর এমন দুর্দান্ত ঘুরে দাঁড়ানো নিয়ে লিখেন, “২০১৪ সালের কঠিন সময়ের পর কি অসাধারণ ঘুরে দাঁড়ানো। চ্যাম্পিয়নদের কাজ।”
The exceptional rate of conversion continues. Makes a statement like a boss. Kohli scored 692 in the 4 tests in Australia in 2014. And looks like he will score in excess of that in the 5 tests here. What a turnaround after the difficult 2014 here. Stuff of champions.
— Mohammad Kaif (@MohammadKaif) August 20, 2018
ভিভিএস লক্ষ্মনঃ ভারতের এ সাবেক ক্রিকেটার মনে করেন বিরাট কোহলির এমন শতক দেখতে দেখতে সকলে অভ্যস্ত।
We have all gotten so used to Virat Kohli scoring 100’s. Have a feeling he will cherish this one a lot once we win this Test match.
— VVS Laxman (@VVSLaxman281) August 20, 2018
আরো পড়ুনঃ কোহলির ব্যাটে রেকর্ড-বুকে বয়ে গেল ঝড়!