Scores

টুইটারে আইসিসির প্রতি ভক্তদের সমালোচনার ঝড়

বৃষ্টির কারণে ব্রিস্টলে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ। আগে থেকেই আবহাওয়ার পূর্বাভাসে বলা ছিল ম্যাচের দিন বৃষ্টি হতে পারে ও ম্যাচ পন্ড হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যথারীতি তাই হলো। বিশ্বকাপে পরপর দুইদিন পন্ড হলো ম্যাচ বৃষ্টির কারণে।

সব মিলিয়ে মোট ৩টি ম্যাচ পন্ড হলো এই বিশ্বকাপে। একটি বলও মাঠে না গড়িয়ে ম্যাচ পন্ড হওয়ায় একটি রেকর্ড হয়ে গেল এই বিশ্বকাপে। ১৯৭৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্বকাপে মাত্র ২টি ম্যাচ একটি বল মাঠে না গড়িয়েই পন্ড হয়। অন্যদিকে শুধুমাত্র এই বিশ্বকাপেই বল মাঠে না গড়িয়ে পন্ড হয়েছে ২টি ম্যাচ। আবহাওয়া অফিসের সংবাদ মতে এই তালিকা আরো বাড়তে পারে।

Also Read - ম্যাচ টিকেটের টাকা ফিরিয়ে দেবে আইসিসি


পাকিস্তান অস্ট্রেলিয়া ম্যাচে টনটনে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। তার চাইতেও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নটিংহ্যামে ভারত নিউজিল্যান্ড ম্যাচে বৃহস্পতিবার। বিশ্বকাপের এই সপ্তাহ জুড়েই বৃষ্টি হবে আবহাওয়া অফিস আগেই সতর্ক করেছিল।

তবে বৃষ্টির কারণে প্রিয় দল গুরুত্বপূর্ণ পয়েন্ট হারানোয় মেনে নিতে পারছেনা ভক্তরা। তাদের দাবি কেন ইংল্যান্ডে বিশ্বকাপ বা ইংল্যান্ডে বিশ্বকাপ হলেও কেনো রিজার্ভ ডে নেই। টুইটারে তারা একহাত নিয়েছে আইসিসিকে।

দেখে নিন ভক্তদের বাছাইকৃত কিছু টুইট-

এইদিকে আইসিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে রিজার্ভ ডের সুযোগ নেই বিশ্বকাপে। এটা অযৌক্তিক একটা সিদ্ধান্ত হতো।

বিশ্বকাপে পরবর্তী ম্যাচে বুধবার লড়বে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে শেষ আইসিসি আসরের চ্যাম্পিয়ন দল পাকিস্তান। বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৭ তারিখ টনটনে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত হবে। ৪ ম্যাচ শেষে ১ জয়, ২ হার ও ১ ড্রতে বাংলাদেশের পয়েন্ট মোট ৩।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইসিসিতে আর থাকতে চান না মনোহর

প্রধান নির্বাহীকে বরখাস্ত, বিভিন্ন দাবি তুললো প্রোটিয়ারা

ভারত- ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নো বল শনাক্ত করবেন থার্ড আম্পায়ার

পুরানকে নিষিদ্ধ করল আইসিসি!

ওয়ানডে র‍্যাঙ্কিং থেকেও সাকিবের নাম মুছে ফেললো আইসিসি