Scores

টুইটারে রোহিতকে যুবরাজের আবেগঘন উত্তর

বিশ্বকাপ থেকে এক দিনের জন্য ক্রিকেট বিশ্বের চোখ সরে এসেছিল যুবরাজ সিংয়ের দিকে। ভারতের এই কিংবদন্তীতুল্য ক্রিকেটার সোমবার (১০ জুন) যে অবসর নিয়েছেন! ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে ভারতকে দুই ফরম্যাটে দুই শিরোপা এনে দিতে রেখেছিলেন বড় ভূমিকা। যদিও কোনো ম্যাচ খেলে বিদায় নেওয়ার সৌভাগ্যটা হয়নি।

টুইটারে রোহিতকে যুবরাজের আবেগঘন উত্তর

ম্যাচ খেলে বিদায় নেওয়ার সুযোগ পাননি ভিভিএস লক্ষণ ও রাহুল দ্রাবিড়ের মত খ্যাতনামারাও। যুবরাজের এ নিয়ে আক্ষেপ নেই। তবে ভারতের বর্তমান সহ-অধিনায়ক রোহিত শর্মার টুইট বার্তায় উঠে এসেছিল বিষয়টি। ঐ টুইটের জবাবে আবেগঘন বার্তা দিয়েছেন যুবরাজ।

Also Read - গুরুতর নয় সাকিবের চোট


যুবরাজের অবসরের ঘোষণা আসার পর টুইট বার্তায় রোহিত জানিয়েছিলেন, বিদায়টা আরও ভালো হতে পারত। স্পষ্টতই রোহিত ইঙ্গিত করেছেন ম্যাচ না খেলেই যুবরাজের অবসর নেওয়ার বিষয়টিকে। রোহিতের টুইটের প্রত্যুত্তরে যুবরাজ বলেন-

‘তুমি জানো আমি ভেতরে কেমনটা অনুভব করছি! ভালোবাসি ভাই, তুমি একজন কিংবদন্তী হতে চলেছ।’

যুবরাজের ম্যাচ খেলে বিদায় না নেওয়া নিয়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ অবসরের জন্য এখনই শ্রেষ্ঠ সময় বলে অভিমত প্রকাশ করলেও বেশিরভাগই যুবরাজের বিদায়ী ম্যাচ দেখার পক্ষে ছিলেন। তবে যুবরাজ জানিয়েছেন, ফিটনেস টেস্ট দিয়ে শেষ ম্যাচ বেছে নিতে হত বলে ‘বাদ পড়ার ঝুঁকি’ নিতে চাননি তিনি।

যুবরাজ বলেন, ‘আমাকে বলা হয়েছিল- ইয়ো ইয়ো টেস্টে উতরে যেতে না পারলে তুমি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পাবে না। ইয়ো ইয়ো টেস্টে উত্তীর্ণ হতে না পারলে আমাকে বাড়ি যেতে হবে, তাই আমি বলেছি আমি বিদায়ী ম্যাচ চাই না।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নিজের ভাইয়ের শটেই রক্তাক্ত হলেন অ্যাস্টন অ্যাগার

ইডেনেও থাকছে সবুজ পিচ!

এবার প্যাটিনসনকে নিষিদ্ধ করল ক্রিকেট অস্ট্রেলিয়া

করিমের বোলিং নৈপুণ্যে সমতা আনল আফগানিস্তান

ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন আগারওয়াল