Scores

টুইটারে হাথুরুর পদত্যাগের দাবিতে সরব খোদ শ্রীলঙ্কানরা

চন্ডিকা হাথুরুসিংহে নিজ দেশ শ্রীলঙ্কার কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন এক বছরের কিছুটা বেশি সময় হলো। বাংলাদেশের কোচ থাকাকালীন সময় তার প্রশংসায় সরব ছিলো শ্রীলঙ্কান ভক্তরা। তাকে কোচ হিসেবে পাওয়ার আগ্রহ ছিলো তখন থেকেই। তবে কোচ হিসেবে পাওয়ার এক বছরের মধ্যেই মুদ্রার অপর পিঠ দেখতে হলো হাথুরুসিংহকে।

টুইটারে হাথুরুর পদত্যাগের দাবিতে সরব খোদ শ্রীলঙ্কানরা

 

Also Read - সৌম্য-সাব্বিরের অন্তর্ভুক্তি; যৌক্তিকতা বনাম অযৌক্তিকতা


খোদ শ্রীলঙ্কান ভক্তরাই তার পদত্যাগের দাবিতে মুখর সামাজিক যোগাযোগ মাধ্যমে। শ্রীলঙ্কার একের পর এক হার ও এত বেশি বেতনের পরও হাথুরুর অধীনে কোন উন্নতি না হওয়ার অভিযোগ ভক্তদের। হাথুরুর বিরুদ্ধে তাদের আরো অভিযোগ হাথুরু তার পছন্দের খেলোয়াড়দের দলে রাখার জন্য যোগ্য খেলোয়াড়দের বাদ দিচ্ছেন।

চুক্তি অনুযায়ী হাথরুর মূল মাসিক বেতন পাওয়ার কথা ছিলো ২০০০০ ডলার করে। এর বাইরে মাসিক ভরন পোষণ ভাতা পান ১০০০০ ডলার করে। বছরে দুইটি প্রতিবেদন দাখিল করার জন্য ৬০০০০ হাজার করে মোট ১২০০০০ ডলার পান। বিশেষ যাতায়াত ভাতা পান বছরে ২০০০০ ডলার। সব মিলে বছরে মাসে তার গড় আয় ৪১,৬৬৬ ডলার। যা শ্রীলঙ্কার ইতিহাসে কোন কোচের জন্য সর্বোচ্চ।

হাথুরুর অধীনে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। বাংলাদেশের মাটিতে টেস্ট, টি টোয়েন্টি সিরিজ জয়ের সাথে ত্রিদেশীয় সিরিজও জিতে নেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয় ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ও ছিলো বলার মতো সাফল্য। তবে সমস্যা শুরু হয় এর পর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে কিছু করতে পারেনি শ্রীলঙ্কা, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে হতে হয় টেস্টে হোয়াইটওয়াশ। হাতছাড়া হয় ওয়ানডে সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ ও কাটাতে হয় জয়হীন ভাবে। ভক্তদের ধৈর্য্যের বাধটা ভেঙ্গে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্যাবা টেস্টে শোচনীয় পরাজয়ের পর।

দেখে নিন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় জয়হীন থাকার পর বিক্ষুব্ধ শ্রীলঙ্কান ভক্তদের কিছু টুইট হাথরুর বিপক্ষে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ডমিঙ্গোকে কোচ করতে চেয়েছিল শ্রীলঙ্কাও!

‘বিতর্কিত’ আর্চার অবশেষে মুখ খুললেন

ইতিহাসের প্রথম বদলি ক্রিকেটার হয়েই লাবুশানের বাজিমাত

স্মিথের সাথে অখেলোয়াড়সুলভ আচরণে আর্চারের উপর চটেছেন শোয়েব

স্মিথের চোটে প্রথমবারের মত বদলি ক্রিকেটার দেখল ক্রিকেট বিশ্ব