Scores

টেন্ডুলকারকে নো-বলের সংকেত দিল আইসিসি!

খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন অনেক বছর হল। খেলোয়াড় হিসেবে যা টুকটাক বল করতেন এখন তো তাও করা হচ্ছে না। তবুও মুম্বাইর ডিওয়াই পেটেল স্টেডিয়ামে নেমে বল করার লোভ সামলাতে পারেননি শচীন টেন্ডুলকার।

টেন্ডুলকারকে ‘নো-বলে’র সংকেত দিল আইসিসি!

সম্প্রতি সেই স্টেডিয়ামে নেটে বল করেছিলেন শচীন। দারুণ সেই মুহূর্তের ভিডিও ভক্ত-সমর্থকদের সাথে ভাগ করে নিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আপলোডের মাধ্যমে। তবে আইসিসি সেখানে ধরে বসেছে ভুল!

Also Read - ‘আনপ্রেডিক্টেবল’ তকমা থেকে মুক্তির খোঁজে পাকিস্তান


শচীনের সেই ভিডিওতে দেখা যায়, তিনি বল ডেলিভারি করেছেন সীমার বাইরে এসে। শচীনের পা যে ঠিক জায়গায় নেই এটা মনে করিয়ে দিতে ভুল করেনি আইসিসি। সাবেক আম্পায়ার স্টিভ বাকনারের নো-বলের সংকেত দেওয়া একটি ছবি যুক্ত করে টুইটার ক্যাপশনে জুড়ে দেয়- ‘তোমার ফ্রন্ট ফুট দেখো, শচীন!’

আইসিসির এই রসিকতায় বেশ মজা পেয়েছেন ক্রিকেট ভক্তরা। যদিও ‘রসিক সংস্থা’ আইসিসির এমন কাণ্ড এবারই প্রথম নয়।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নিউজিল্যান্ডে চলে যাবে আসন্ন টি-২০ বিশ্বকাপ!

ফিক্সিং সন্দেহে আইসিসির তীক্ষ্ণ দৃষ্টিতে ‘৩’ শ্রীলঙ্কান ক্রিকেটার

বিশ্বকাপের সেরা মুহূর্ত হিসেবে নির্বাচিত হল বাংলাদেশের জয়

ঝুলে থাকল টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ

আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ছেন শশাঙ্ক