Scores

টেস্টের বিশ্বসেরা বোলার হতে চান সাকিব

জাতীয় দলে অভিষেক হয়নি এখনো, তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে ইতোমধ্যে আলো কেড়েছেন সিলেটের পেসার তানজিম হাসান সাকিব। মাত্র ১৭ বছর বয়সেই কথাবার্তা ও পারফরম্যান্সে দারুণ পরিণত এই ক্রিকেটার টেস্টের বিশ্বসেরা বোলার হতে চান।

টেস্টের বিশ্বসেরা বোলার হতে চান সাকিব

দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ডেল স্টেইনকে দেখে পেস বোলিংয়ে আগ্রহী হয়ে ওঠা সাকিব স্টেইনের মতই বিধ্বংসী বোলার হতে চান। শুধু তাই নয়, স্বপ্ন পুষে রেখেছেন টেস্টের এক নম্বর বোলার হওয়ারও। টেস্টে তার এত বেশি মনোযোগ যে বাংলাদেশ দলের হয়ে প্রথম ম্যাচটিও খেলতে চান টেস্ট ক্রিকেটে।

Also Read - দলের স্বার্থে দুই দিনেই বোনের মৃত্যুশোক কাটিয়ে ওঠেন আকবর


বিডিক্রিকটাইম এর সাথে আলাপকালে সাকিব বলেন, ‘ডেল স্টেইন আমার রোল মডেল। পেস বোলার হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা স্টেইনের বোলিংয়ের। তার বোলিং দেখার মাধ্যমেই আমার পেস বোলিংয়ের প্রতি আকর্ষণ জাগে। স্টেইনের মত টেস্ট ক্রিকেটে নাম্বার ওয়ান বোলার হতে চাই, যা ইতিপূর্বে বাংলাদেশের কেউ হয়নি। এটা আমার স্বপ্ন।’

টেস্টে ভালো করতে হলে গতির পাশাপাশি সুইং চাই- তা অজানা নয় সাকিবেরও। আর তাই নিজেকে সুইংয়ে পারদর্শী করে তুলতে কাজ করে যাচ্ছেন এই ক্রিকেটার।


তিনি বলেন, ‘টেস্টে ভালো করতে হলে গতির পাশাপাশি সুইং বড় অস্ত্র। আমি সুইং নিয়ে কাজ করছি, যেহেতু টেস্টে ভালো করা আমার লক্ষ্য। ইনশাআল্লাহ্‌ বাংলাদেশ একজন সুইংনির্ভর টেস্ট বোলার পাবে। স্টেইন টানা ছয় বছর টেস্টের এক নম্বর বোলার ছিলেন। আজ থেকে ১০ বছর পর আমি নিজেকে ঐরকম অবস্থানে দেখতে চাই যে আমি টানা কয়েক বছর নম্বর ওয়ান টেস্ট বোলার হিসেবে আছি। আর আমি চাই টেস্টের মাধ্যমেই যেন আমার অভিষেক হয়। সেই চেষ্টাই করবো।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্টনিয়ারের সাথে চুক্তি বাড়ালো বিসিবি

“পতাকা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম- বিশ্বকাপ জিতবো”

“ভারতের সাথে যখনই দেখা হোক, কোনো ছাড় দেওয়া হবে না”

জুনিয়র সাকিব পৌঁছাতে চান সাকিব আল হাসানের উচ্চতায়

দলের স্বার্থে দুই দিনেই বোনের মৃত্যুশোক কাটিয়ে ওঠেন আকবর