Scores

টেস্টে অধিনায়কত্ব নিয়ে কী ভাবছেন মোসাদ্দেক?

টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে অনাগ্রহ প্রকাশ করেছেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। মিডিয়ার সামনে এসব বলায় আলোচনা এসেছে বিসিবির টেবিলেও। এ নিয়ে মোসাদ্দেককে প্রশ্ন করেছিল সাংবাদিকরা।

টেস্টে অধিনায়কত্ব নিয়ে আগ্রহী নন সাকিব। ছবিঃ এএফপি

 টেস্ট ক্রিকেটে সাকিবের আগ্রহ কম সেটা অনেক আগে থেকেই। কয়েকদিন আগে সেটি জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বড় সিরিজের আগে ছুটিতে থাকা যেন সেটিই ইঙ্গিত দেয়। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট শেষে তো নিজেই প্রকাশ্যে বলেছেন সাকিব। নিজের পারফরম্যান্সে প্রভাব পড়ার কারণে এমনটি বলেছেন তিনি। অথচ মুশফিক থেকে দায়িত্ব নিয়ে তার কাঁধেই তুলে দেওয়া হয়েছিল টেস্ট দলের ভার।
এ ইস্যু নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি তো বলেই দিয়েছেন সাকিবের আগ্রহ না থাকলে তরুণ কাউকে দায়িত্ব তুলে দেওয়া হবে। তবে কে হবেন সে তরুণ? টেস্টে তরুণদের মধ্যে নিয়মিত মুখ লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ। তার মধ্যে উঠে এসেছে মোসাদ্দেকের নাম। এ নিয়ে নিজেই গতকাল কথা বলেছেন মোসাদ্দেক। এমন প্রস্তাব আসলে বোর্ডের সঙ্গে আলাপ করবেন বলে জানিয়েছেন তিনি।

“এখন পর্যন্ত আমার সঙ্গে কোনো কথা হয়নি এ নিয়ে। যদি এমন কিছু আসে তাহলে আমার সঙ্গে কথা বলবে এবং আলোচনা সাপেক্ষে তখন কথা বলব অবশ্যই।”

Also Read - ফাহিমের পদত্যাগ: সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলছে বোর্ড


ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের নিজেদের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন নাঈম শেখ ও লেগ স্পিনার আমিনুল ইসলাম। তরুণদের নিয়ে আশাবাদী মোসাদ্দেক। তিনি বলেন যারা ডাক পেয়েছে সবাই পারফর্ম করেই ডাক পেয়েছে দলে।

“যার এসেছে সবাই কিন্তু ভালো করেই আসছে। তারা হাই পারফরম্যান্স কিংবা ‘এ’ দল এসব থেকে পারফর্ম করেই আসে। দলে একজন লেগ স্পিনার দরকার আছে। তাকে নেটেও (বিপ্লব) ভালো বল করেছে বলে মনে হয়েছে। নাঈম তো সর্বশেষ ‘এ’ দলের সফরেও ভালো করে আসছে। আমি আশা করি ওরা ভালো কিছু করবে।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়েস্ট ইন্ডিজের জয়ে টুইটারে প্রশংসার জোয়ার

ক্যারিবীয়দের বিপক্ষে আম্পায়ারদের ‘৫’ ভুল, টুইটারে নিন্দার ঝড়

সাকিবের দুই রেকর্ডে ভাগ বসালেন হোল্ডার

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যে পাঁচটি নিয়মে পরিবর্তন

১৪৩ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম এই ঘটনা