Scores

টেস্টে অভিষেকের অপেক্ষায় তাসকিন

২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ তাসকিন আহমেদ। অভিষেকের পর থেক সাদা পোশাকের ক্রিকেটে খেলা না হলেও আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হতে পারে এই ২১ বছর বয়সি তরুন পেস বোলারের।

মঙ্গলবার নেটে অনুশীলনের চেয়ে মধ্য পিচে বোলিং অনুশীলন করেছেন তাসকিন।অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসকিন। জানান প্রথমবারের মতন টেস্ট ক্রিকেটে খেলার জন্য বেশ রোমাঞ্চিত তাসকিন।

“প্রথম টেস্টের জন্য যে উইকেটটি প্রস্তত করা হচ্ছে সেটি দেখে বোলাররা অনেক খুশি। আমিও বেশ রোমাঞ্চিত এই উইকেট নিয়ে। আমাদের দলেও অনেক ভালো মানের পেস বোলার রয়েছে এবং আমরা ভালোও করেছি। যদি আমরা নিজেদের সেরাটা দিতে পারি তাহলে ভালো একটি ম্যাচের সম্ভবনা রয়েছে।

Also Read - গাঙ্গুলীকে মেরে ফেলার হুমকি!


টেস্ট ক্রিকেটে অভিষেক নিয়ে তাসকিন উতলা হলেও লঙ্গার ভার্শন ক্রিকেটে দলে তার অন্তর্ভুক্তি নিয়ে রয়েছে নানান প্রশ্ন। লঙ্গার ভার্শন ক্রিকেটে শেষবার খেলেছেন ২০১৩ সালে। জাতীয় দলে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হলেও ইনজুরি জনিত সমস্যার কারণে ঝুঁকি নিতে চায়নি নির্বাচকরা।

সাদা পোশাকের ক্রিকেটে অতটা অভিজ্ঞ না হলেও সেটি নিয়ে চিন্তিত নন তাসকিন আহমেদ। জানান সীমিত ওভারের মতন টেস্ট ক্রিকেটেও নিজের সেরাটা দিতে পারবেন তাসকিন।

“আমি এটা নিয়ে চিন্তিত নই। প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতা নিয়ে  ভাবছি না। আমি শুধু ম্যাচ নিয়েই ভাবছি। চেষ্টা করবো নিজের শতভাগ দিতে। নেটে নতুন ও পুরোতন বলে ১২-১৫ ওভার বল করার অভিজ্ঞতা রয়েছে। লাল বলে কিভাবে সুইং করাতে হয় সেটা আয়ত্ত করছি। আমার বিশ্বাস আমি টেস্ট ক্রিকেটেও সেরা বোলার হতে পারবো।”

-আফরিদ মাহমুদ রিফাত, বিডিক্রিকটাইম ডট কম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাকিবের স্বীকৃতিতে সতীর্থদের উচ্ছ্বাস

সবার বিরোধিতা করে তাসকিনকে দলে নিয়েছিলাম : সুজন

তাসকিনদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান সুজনের

বাবা দিবসে ক্রিকেটারদের আবেগঘন বার্তা

তাসকিনের বিয়েতে মাশরাফি যেভাবে ‘উকিল বাবা’