SCORE

টেস্টে এক নম্বর অবস্থান হারালেন সাকিব

আইসিসি ক্রিকেট র‍্যাংকিংয়ের অলরাউন্ডারের এক নম্বর অবস্থান থেকে নিচে নেমে গেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বশেষ র‍্যাংকিং-এ নজরকাড়া উন্নতি হয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলীর। ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার তিন বিভাগেই নিজের সেরা অবস্থানে উঠে এসেছেন এই ক্রিকেটার। এদিকে সাকিবকে টপকে টেস্টের নম্বর ওয়ান অলরাউন্ডার এখন ভারতের রবীন্দ্র জাদেজা।

শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে অপরাজিত ৭০ রান ও ৭ উইকেট জাদেজাকে পৌঁছে দিয়েছে শীর্ষে অবস্থানে। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৪৩৮।দুই নম্বরে আছেন সাকিব আল হাসান। তাঁর রেটিং পয়েন্ট ৪৩১। তিনে আছেন ভারতের আর এক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। চারে উঠে এসেছেন মইন আলী। প্রথমবারের মতো ৪০০ রেটিং পয়েন্টের মাইলফলকে অতিক্রম করেছেন এই ক্রিকেটার। অন্যদিকে পাঁচে আরেক ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস।

Also Read - নতুন রূপে হোম অব ক্রিকেট

এক নজরে আইসিসি টেস্ট র‍্যাংকিং এর বর্তমান অবস্থানঃ 
১। রবীন্দ্র জাদেজা (ভারত)- ৪৩৮ রেটিং পয়েন্ট।
২। সাকিব আল হাসান (বাংলাদশ)- ৪৩১ রেটিং পয়েন্ট।
৩। রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৪১৮ রেটিং পয়েন্ট।
৪। মইন আলী (ইংল্যান্ড)- ৪০৯ রেটিং পয়েন্ট।
৫। বেন স্টোকস (ইংল্যান্ড)- ৩৬০ রেটিং পয়েন্ট।

 

Related Articles

র‍্যাংকিংয়ে এগিয়ে গেলেন মিরাজ

র‍্যাংকিংয়ে অবনতি ব্যাটসম্যানদের, উন্নতি বোলারদের

র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগোলেন মুমিনুল

বছর শেষেও শীর্ষে সাকিব

র‍্যাংকিংয়ে নেমে গেলো পাকিস্তান