Scores

টেস্টে বাৎসরিক হালনাগাদে বাংলাদেশের জন্য দুঃসংবাদ

 

বৃহস্পতিবার সকালে আইসিসি তাদের বাৎসরিক হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশ করে। আইসিসি প্রতি বছর মে মাসের শুরুতে তাদের বাৎসরিক হালনাগাদকৃত র‍্যাংকিং প্রকাশ করে থাকে। এই বাৎসরিক হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে সাধারণ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ের তুলনায় কিছুটা ভিন্ন। এই র‍্যাংকিং প্রকাশিত হয় গত ৩ বছরের পারফরম্যান্সের উপর ভিত্তি করে। গত এক বছরের র‍্যাংকিং পয়েন্ট শতভাগ ও তার আগের দুই বছরের র‍্যাংকিং ৫০ ভাগ করে ধরা হয়ে থাকে। গত ৩ বছরের এই র‍্যাংকিং মিলিয়ে প্রকাশ করা হয় বাৎসরিক র‍্যাংকিং।

১২৮ বছরের পুরনো রেকর্ডে নাম লেখাল বাংলাদেশ

Also Read - ভারতীয় আম্পায়ার'কে আইসিসির এলিট প্যানেল থেকে বহিষ্কার


এইবছর প্রকাশিত আইসিসির এই হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এসেছে চমক। প্রকাশিত টেস্ট র‍্যাংকিংয়ে ১১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়সস্থানে রয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের পয়েন্ট ৬৮ থেকে কমে হয়েছে ৬৫। অষ্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮২। সপ্তমস্থানে থাকা পাকিস্তানের রেটিং ৮৪।

গত এক বছর বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স ছিল মিশ্র। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এওয়ে সিরিজে ২-০ তে হার, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ১টি টেস্ট হার, নিউজিল্যান্ডে ২-০ তে টেস্ট সিরিজ হার বাংলাদেশের পয়েন্ট অনেকটাই কমিয়ে দিয়েছে।

তবে ঘরের মাঠে ২-০ তে ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে হোয়াইটওয়াশ করায় সেটার কিছুটা ভর্তুকি করা গেলেও পয়েন্ট কমানো থামানো যায়নি।

বিশ্বকাপের পর থেকে ঢেলে সাজানো হবে টেস্ট ক্রিকেট। বিশ্বকাপের ঠিক পরেই শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ, এর শুরু হবে ঐতিহাসিক এশেজ টেস্ট সিরিজ দিয়ে। ৯টি দল লীগ ফরম্যাটে ২ বছরে মোট ৬টি টেস্ট সিরিজ খেলবে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

টেস্ট র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে দুইয়ে ভারত

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

বছর শেষে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা মুশফিক-সাকিব

টেস্ট র‍্যাঙ্কিংয়ে চার পাকিস্তানির উত্থান

র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন দুই অস্ট্রেলিয়ান