টেস্টে বিশ্বের যেকোনো দলকে হারাতে পারে আফগানিস্তান!
টেস্ট ক্রিকেটের নবীনতম দুই সদস্যের একটি আফগানিস্তান। দলটি নিজেদের ইতিহাসের প্রথম জয় পেল সোমবার (১৮ মার্চ)। এই জয়ের পরই দলটির সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবী হুঙ্কার দিয়েছেন, বিশ্বের যেকোনো দলকেই টেস্টে হারানোর ক্ষমতা রাখেন তারা!
ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অবশ্য আফগানিস্তানের অভাবনীয় উন্নতি হয়েছে। তবে তাই বলে টেস্ট ক্রিকেটেও এভাবে বলে কয়ে হারানো? তাও আবির্ভাবের পরপরই? যেখানে কি না ড্র বলেও একটি ফলাফল আছে!
Also Read - ক্রিকেট দিয়েই ধাক্কা কাটাতে চান ক্রিকেটাররাআফগানিস্তান যে দলকে হারিয়েছে, সেই আয়ারল্যান্ড আফগানদের সাথেই পেয়েছিল টেস্ট স্ট্যাটাস। তাদের হারানোর পরই আফগানিস্তানের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটারের অভিমত, নিজেদের শক্তিমত্তার কিছু জায়গায় পরিবর্তন করলেই তারা বিশ্বের যেকোনো ক্রিকেট দলকে তথা টেস্ট খেলুড়ে দলকে হারাতে পারবেন। সমান মানের প্রতিপক্ষকে হারালেও নিজেদের ইতিহাসের দ্বিতীয় ম্যাচেই প্রথম জয়ের দেখা পাওয়া তাদেরকে যেন আনন্দে উদ্বেলিত করেছে।
আয়ারল্যান্ডকে হারানো টেস্ট ম্যাচ শেষে নবী বলেন, ‘এটা পুরো আফগানিস্তানের জন্য ঐতিহাসিক এক দিন। বিশেষ করে, যে ছেলেরা শূন্য থেকে টেস্ট ক্রিকেট পর্যন্ত আমাদের নিয়ে এসেছে তাদের জন্য। আমরা দুই ম্যাচ খেলেছি, এর মধ্যে একটি জিতেছি।’
আফগানদের বোলিং আক্রমণভাগ বেশ ধারালো, এটি অবশ্য মেনে না নেওয়ার কোনো কারণ নেই। তবে নবী মনে করেন, এই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে আরেকটু উন্নতি করলে তারা যেকোনো দলকেই হারাতে পারবেন। তাছাড়া এই টেস্ট জয় ভবিষ্যতে অন্যান্য দলের সাথে খেলার সুযোগ করে দিবে এমনটি আখ্যা দিয়ে নবী বলেন-
‘যখন আপনি জিতবেন, তখন দলগুলো বলবে তাদের ওখানে গিয়ে খেলার কথা। কেউই দুর্বল নয়। তারা ভাবতে পারে আফগানিস্তান দুর্বল। কিন্তু এতটা নয় যে তাদের সঙ্গে লড়াই করতে পারব না।’
‘আমাদের বিশ্বসেরা স্পিনার আছে। যদি আমরা ব্যাটিংয়ে মনোযোগ দিয়ে বোর্ডে ভালো পুঁজি দিতে পারি। তবে বিশ্বের যে কোনো দলকে হারাতে পারব।’– বলেন নবী।