টেস্টে ব্যর্থতার বৃত্ত ভাঙতে মাঠে নামছে বাংলাদেশ
মাউন্ট মঙ্গানুই টেস্ট ছাড়া এ বছর টেস্টে বাংলাদেশের তেমন সুখস্মৃতি নেই। হোক ঘরে কিংবা ঘরের বাইরে- টাইগাররা নিউজিল্যান্ডের সেই ঐতিহাসিক জয়ের পর আর কোনো ম্যাচ জিততে পারেনি এখনও।
বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে -
আপডেট হয়েছে -
খেলার সারসংক্ষেপ
মাউন্ট মঙ্গানুই টেস্ট ছাড়া এ বছর টেস্টে বাংলাদেশের তেমন সুখস্মৃতি নেই। হোক ঘরে কিংবা ঘরের বাইরে- টাইগাররা নিউজিল্যান্ডের সেই ঐতিহাসিক জয়ের পর আর কোনো ম্যাচ জিততে পারেনি এখনও। অ্যান্টিগা টেস্ট হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও টাইগাররা ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।
সিরিজের হার এড়ানোর জন্য বাংলাদেশের তাই জয়ের কোনো বিকল্প নেই। সেই কঠিন কাজ সাধনে শুক্রবার (২৪ জুন) মাঠে নামছে সাকিব আল হাসানের দল। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু সেন্ট লুসিয়া।
রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচটি দূর করবে সম্প্রচারের দুর্ভাবনা। আইসিসি টিভিতে বিনামূল্যে দেখা যাবে ম্যাচ, সেই সাথে খেলা দেখাবে দেশের ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। তবে খেলা দেখার জন্য দর্শকদের যে উন্মাদনা থাকে, তাতে অনেকটাই ভাঁটা পড়েছে প্রথম টেস্টের পারফরম্যান্সে।
ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে। তিন নম্বরে ক্রমাগত ব্যর্থতার পরিচয় দেওয়া নাজমুল হোসেন শান্তর জায়গায় সুযোগ পেতে পারেন ডিপিএলে অতিমানবীয় পারফর্ম করে জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা এনামুল হক বিজয়। এছাড়া টেস্টে অনাগ্রহী মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে একাদশে সুযোগ দেওয়া হতে পারে শরিফুল ইসলামকে।
সব কিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেও পেসারদের দাপট দেখা যাবে। তবে ব্যাটাররা আগের ম্যাচের মত এতটা নিরুপায় হবেন না সেন্ট লুসিয়ায়।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
ওয়েস্ট ইন্ডিজ : ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রুমাহ বনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মেয়ার্স, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, কেমার রোচ, গুদাকেশ মোটি, জায়ডেন সিলস।
বাংলাদেশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়/নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম/মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।