Scores

টেস্টে ভালো করতে ‘ক্ষুধার্ত’ লিটন-সাকিবরা

দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আর এই টেস্ট খেলতে মুখিয়ে আছেন দলের সব সদস্যরা। দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস বলেন, টেস্টে ভালো করতে ড্রেসিংরুমে ক্ষুধার্ত ক্রিকেটাররা।

টেস্টের আগে অনুশীলনে টাইগাররা। ছবিঃ এএফপি

ওয়ানডে সিরিজ শেষে টাইগারদের মিশন এবার টেস্ট ক্রিকেট। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেট দলের বাকি সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের ক্রিকেটের ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। শেষ ওয়ানডেতে চোট পেলেও টেস্ট সিরিজের আগে পুরোপুরি ফিট হয়েছেন এই অলরাউন্ডার।

আর তাই তো নির্বাচকরা তাকে নিয়েই ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। সাকিব মানেই বাড়তি সুবিধা দলের জন্য। ব্যাটিং তো রয়েছেই সেই সাথে ঘরের মাঠেই বোলিংটাও বেশ কার্যকরী। আর মিডিয়ায় সেটিই বলেছেন দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন। সেই সাথে দীর্ঘদিন পর টেস্টে ফেরায় ক্রিকেটারদের মধ্যে ক্ষুধার্ত ব্যাপারটিও দেখছেন তিনি।

Also Read - প্রস্তুতি ম্যাচে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ


“আমার কাছে অনেক ভালো মনে হচ্ছে। ওয়ানডের পর ৭-৮ দিনের একটা লম্বা বিরতি পেয়েছি। অনুশীলনে চেষ্টা করছি নিজেকে ম্যাচের জন্য যথেষ্ট ফিট এবং প্রস্তুত করতে। সাকিব ভাই যে কথাটা বললেন- উনি সব সময় দলে ভাইটাল ভূমিকা পালন করেন। সেটা ব্যাটিং বলেন কিংবা বোলিং। আমরা আশাবাদী ভালো করার ব্যাপারে। ড্রেসিংরুমের সবারই ক্ষুধা আছে টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য।”

উল্লেখ্য, আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে দুই দল। আর সেটিকে সামনে রেখেই আজ ১৮ সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচকরা। ঘোষিত সেই দলে নতুন মুখ হিসেবে টেস্টে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ এবং মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী। এছাড়াও দীর্ঘ সময় পর টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও।

একনজরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের টেস্ট দল 

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

এবার টেস্টে বিশ্বসেরা হতে চান বাবর

নির্বাচকদের বিশ্বাস ধরে রাখতে চান শহিদুল

‘৬৮’ মাস পর জয়শূন্য ড্র দেখল ক্রিকেট বিশ্ব

জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই সমাপ্তির পথে এনসিএল