Scores

টেস্টে রেটিং বেড়েছে বাংলাদেশের

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৮ রানের ঐতিহাসিক জয়ের ফলে টেস্টে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে র‍্যাংকিংয়ে কোন ধরণের পরিবর্তন হয়নি অর্থাৎ, টেস্ট র‍্যাংকিংয়ের নবম স্থানেই যথারীতি অবস্থান করছে মুশফিকবাহিনী।

টেস্টে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

টেস্ট র‍্যাংকিংয়ের চতুর্থস্থানে থাকা ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে ড্র কিংবা জয় যে কোনটাতেই রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের এমনটা সিরিজ শুরুর আগে থেকেই জানা ছিল সবার। টাইগারদেরও লক্ষ্য ছিল সফরকারীদের বিপক্ষে মাঠে চমক দেখিয়ে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার। আর এ যাত্রায় সফল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

Also Read - অভিষেক সিরিজেই মিরাজের বিশ্বরেকর্ড


এমআরএফ টায়ার্স টেস্ট র‍্যাংকিং
ছবিঃ এমআরএফ টায়ার্স টেস্ট র‍্যাংকিং

বাংলাদেশের র‍্যাংকিংয়েও পরিবর্তন আনার সুযোগ ছিল এ সিরিজে। সেক্ষেত্রে টাইগাররা ১-০ ব্যবধানে সিরিজ জিতলে টেস্ট র‍্যাংকিংয়ের অষ্টমস্থানে ওঠে আসার পাশাপাশি টাইগারদের রেটিং বেড়ে হতো ৭২ আর সিরিজ জয়ের ব্যবধানটা ২-০ হলে টাইগাররা ৭৫ পয়েন্ট নিয়ে ওঠে আসতে পারতো কাঙ্ক্ষিত অবস্থানে। কিন্তু আশা জাগিয়েও তা আর সম্ভব হয়নি।

চট্টগ্রাম টেস্টে ২২ রানের হারের পর ঢাকা টেস্টে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেওয়ায় তাই র‍্যাংকিংয়ের নবম স্থানে থেকেই নিজেদের শান্ত রাখতে হচ্ছে বাংলাদেশকে।ঙ্গিংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে জয়ের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৬৫ যা সিরিজ শুরুর আগে ছিল ৫৭। অন্যদিকে র‍্যাংকিংয়ের নিচের সারির দল বাংলাদেশের বিপক্ষে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করলেও রেটিং পয়েন্ট হারাতে হয়েছে সফরকারী ইংল্যান্ড দলকে।

সিরিজে সমতা ফেরায় তাঁদের রেটিং পয়েন্ট কমেছে ৩। যার ফলে ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট কমে এখন দাঁড়িয়েছে ১০৫ এ। রেটিং পয়েন্ট কমলেও অবস্থানের পরিবর্তন হয়নি ইংল্যান্ডের অর্থাৎ আগের মতো টেস্ট র‍্যাংকিংয়ের চতুর্থস্থানেই আছে কুক-রুটরা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তিন বিভাগে টেস্ট র‍্যাংকিংয়ের সেরা ৫ ক্রিকেটার

সেরা পাঁচ বাংলাদেশি টেস্ট ব্যাটসম্যান ও বোলারের তালিকা

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় ধাক্কার সম্মুখীন অস্ট্রেলিয়া

র‍্যাংকিংয়ে এগিয়ে গেলেন মিরাজ

র‍্যাংকিংয়ে অবনতি ব্যাটসম্যানদের, উন্নতি বোলারদের