Scores

টেস্ট র‍্যাকিংয়ে সাকিবের পিছিয়ে পড়ার কারণ

সাকিব আল হাসানকে টপকে টেস্টে অলরাউন্ডার তালিকায় ২য় স্থানে উঠে এসেছেন বেন স্টোকস। পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। জেসন হোল্ডারের পয়েন্ট ৪৩৩, বেন স্টোকসের ৪১১ ও সাকিব আল হাসানের পয়েন্ট ৩৯৯। লম্বা সময় পর সাকিব আল হাসান টেস্ট অলরাউন্ডার তালিকায় শীর্ষ দুই স্থানের বাইরে এসেছেন।

সাকিব ৪, হোল্ডার ১২ ও স্টোকস ১৬

তবে সাকিবের এই পিছিয়ে পরার জন্য পারফরম্যান্সের তুলনায় ভাগ্য ও বাংলাদেশের কম সুযোগের কথাও উঠে আসবে অবশ্যই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৭ সালের সেপ্টেম্বরের টেস্ট সিরিজের পর টেস্টে সাকিবকে দেখা যেন বিরল ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। ২০১৭ সালের সেই সিরিজের পর গত ২ বছরে টেস্ট খেলার সংখ্যায় সাকিব আল হাসান, বেন স্টোকস ও জেসন হোল্ডারের পার্থক্য আকাশ পাতাল।

Also Read - আলাদা কোচ ঠিক করেছেন সোহান


এই ২ বছরে সাকিব আল হাসান টেস্ট খেলেছেন মাত্র ৪টি। একই সময়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে থাকা জেসন হোল্ডার টেস্ট খেলেছেন সাকিবের ৩ গুন ১২টি টেস্ট । ২য় স্থানে থাকা বেন স্টোকস খেলেছেন সাকিবের ৪ গুন ১৬টি টেস্ট। যদি স্টোকস কিছু সময়ের জন্য নিষিদ্ধ না হতেন তাহলে ২৪ – ২৫টি টেস্ট খেলার কথা ছিলো এই সময়ে তার ইংল্যান্ডের হয়ে।

২০১৭ সালের অস্ট্রেলিয়া সিরিজের পর সাকিব টেস্ট খেলেন ৪টি যার সবগুলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অস্ট্রেলিয়া সিরিজের পর পরই সাকিব ক্লান্তির জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট থেকে সরে দাড়ান। সেখানে ২টি টেস্ট খেলা হয়নি তার। এরপর ঘরের মাঠে ২০১৮তে শ্রীলঙ্কার বিপক্ষে ২টি টেস্ট সাকিব খেলতে পারেননি ইনজুরির কারণে।

২০১৮ সালের শেষের দিকে আবারো ইনজুরির ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট খেলার সুযোগ হাতছাড়া হয় তার। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারো ইনজুরির কারনে প্রথম ২ টেস্ট খেলতে পারেননি সাকিব। ৩য় টেস্টে খেলতে পারার সম্ভাবনার কথা শোনা গেলেও নিউজিল্যান্ডে মসজিদে হামলা হওয়ায় ৩য় টেস্টটি বাতিল হয়ে যায়।

এইভাবে নিজের নেওয়া ছুটি, লাগাতার ইনজুরির কারনে গত ২ বছরে সাকিব ৯টি টেস্ট খেলা থেকে বঞ্চিত হন। যার ফলে বেশ বড় একটা পয়েন্ট পাওয়ার সুযোগ হারান সাকিব। তার তুলনায় ৩-৪ গুন টেস্ট খেলে এগিয়ে যায় হোল্ডার, স্টোকসরা।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের মধ্য দিয়েই লম্বা সময় পর টেস্টে মাঠে নামবেন সাকিব। সাকিব হয়তো চাইবেন ভবিষ্যতে ইনজুরির কারনে আরো কোনো টেস্ট মিস না হোক। কারণ টেস্টে সাকিব নিজের হারিয়ে যাওয়া শীর্ষ স্থান পুনরুদ্ধার করবেন এটাই সকল ভক্তের কামনা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

“বিশ্বকাপের পর আমার সমালোচক কম হয়ে গিয়েছে”

মতামতঃ শুধুই বিশ্বসেরা, নাকি সর্বকালের অন্যতম সেরা?

সাকিবের ক্যারিয়ারের সেরা রেটিং