টেস্ট ক্রিকেটের ধাঁধা : সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা?
টেস্ট ক্রিকেটে যেন গোলকধাঁধার মাঝে আটকা বাংলাদেশ দল।

টেস্ট ক্রিকেটের ধাঁধা : সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা?
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-04-03T19:25:28+06:00
আপডেট হয়েছে - 2024-04-04T00:13:46+06:00
‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা?’ বাংলাদেশ টেস্ট দলের দশা যেন এখন অনেকটা এরকমই হয়ে গেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এমনকি রিভিউ নেওয়ার ক্ষেত্রেও টাইগারদের অসহায় চিত্র ফুটে উঠছে টেস্ট ক্রিকেটের মঞ্চে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার এত বছর পরেও টেস্ট ক্রিকেটে এমন করুণ দশা বাংলাদেশের। ঘরের মাঠে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে যে চিত্রটা ফুটে উঠেছে বেশ ভালোভাবেই। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
টেস্ট ক্রিকেটের ধাঁধার সমাধান খুঁজে পাচ্ছে না বাংলাদেশ।
লঙ্কা সিরিজে সবচেয়ে বেশি ভুগিয়েছে ব্যাটিং এবং ফিল্ডিং। ক্যাচ মিসের সেই পুরোনো রোগ আবারও দেখা গেছে মাঠে। টাইগার ফিল্ডারদের মাখন গলানো হাত থেকে ক্যাচ পড়েছে একটার পর একটা। আর সেই সুযোগে লঙ্কানরা চেপে বসেছে। গড়ে তুলেছে রানের পাহাড়। যেই পাহাড় আর পরে টপকাতে পারেননি টাইগার ব্যাটাররা।
ব্যাটিংয়ে সমস্যা সবসময়েই ছিল বাংলাদেশের, যা আরও একবার সামনে এসেছে। ঘরোয়া ক্রিকেটে দাপট দেখানো ব্যাটাররা আন্তর্জাতিক মঞ্চে এসে চোখে দেখছেন সর্ষেফুল। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ম্যাচের চাপ বা চ্যালেঞ্জ সামাল দেওয়ার মত দক্ষতা হাতে গোনা ২-৩ জন বাদে তেমন কেউ দেখাতে পারেননি। ফলে ব্যাটিং কলাপ্স হয়ে গেছে নিত্যদিনের ঘটনা। শেষ ৬ টেস্ট ইনিংসের মধ্যে কেবল একবারই ২০০ পার করতে পেরেছে বাংলাদেশ। কতটা পীড়াদায়ক টাইগারদের টেস্ট ব্যাটিং বুঝতেই পারছেন।
ঘরোয়া ক্রিকেটের খেলার মান নিয়ে প্রশ্ন সবসময়ই ছিল। এবারের সিরিজে সেই বিষয়টি সংবাদ সম্মেলনেই বলেছেন মুমিনুল হক এবং টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে মুমিনুল জানান, ‘আমি আজকেসহ ৬১টা টেস্ট ম্যাচ খেলেছি। আমি অনেক খেলার কারণে হয়ত বুঝি কখন কী করতে হবে কীভাবে করতে হবে। কখনও হয়ত কাজে লাগাতে পারি কখনও পারি না। আমার কাছে মনে হয় যে, শুনতেও খারাপ লাগতে পারে আমাদের ঘরোয়া ক্রিকেটের খেলা এবং আন্তর্জাতিকের খেলা অনেক ভিন্ন। আকাশ পাতাল তফাত। আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানে। আমি নিজেও তো জাতীয় লিগ খেলি আমি নিজেও কখনও চ্যালেঞ্জ ফেইস করি না। এখানে আন্তর্জাতিকে যেমন চাপ মোকাবেলা করতে হয়। আমি সততার সাথে কথাগুলো বলতেসি।’
ম্যাচ শেষে শান্তর কণ্ঠেও শোনা গেছে মুমিনুলের সুর। অধিনায়ক জানান, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটটা যদি আরেকটু বেটার হয়, যেরকম কন্ডিশনে আমরা খেলব চ্যালেঞ্জগুলা যদি ফেইস করতে পারি তাহলে ভালো। আমার কাছে স্টিল মনে হয় প্রথম শ্রেণির ক্রিকেটে আমরা যেরকম চ্যালেঞ্জ আমরা এখানে ফেইস করি অইরকম কোয়ালিটি ম্যাচ সেখানে আমরা খেলতে পারি না আমার কাছে মনে হয়। আমাদের প্লেয়ারদের যদি আরও ম্যাচ করে খেলতে পারি যে আন্তর্জাতিকের সাথে তাহলে অবশ্যই ভালো হবে। যত বেশি ম্যাচ খেলব কিছু না কিছু তো উন্নতির জায়গা থাকেই।’
ঘরের মাঠে লঙ্কানদের কাছে নাস্তানাবুদ হয়েছে টাইগাররা।
ঘরোয়া ক্রিকেটের উইকেটে খেলে অভ্যস্ত ক্রিকেটাররা আন্তর্জাতিক মঞ্চে স্বাভাবিকভাবেই খাবি খেতে থাকেন। ব্যাটে থাকে না রানের খোঁজ, দলও পড়ে বিপদে। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন দশা থাকলে টেস্টে ভালো করা মহাকঠিনই হওয়ার কথা।
একটি জায়গা কিছুটা আশা জাগানিয়া আছে, বোলিং। বাকি দুই বিভাগের চেয়ে এখানে হতাশার পরিমাণ কিছুটা কম। আশা আছে অনেক। সিলেট টেস্টে নাহিদ রানার পর চট্টগ্রামে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। সাদা পোশাকের ক্রিকেটে নিজেদের শুরুর সময়ে ঝলক দেখিয়েছেন দুজনই। তবুও লঙ্কান ব্যাটাররা দাপট দেখিয়েছেন তাদের চেয়েও বেশি। ফলে সময়ের সাথে সাথে উন্নতির জায়গা থাকছে বোলিংয়েও। এখানে দায়িত্ব নিতে হবে হাসান, রানাদের মত তরুণদেরও।
লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।
তবে টেস্টে লম্বা সময় ধরে ভালো বোলিং করে যাওয়ার দক্ষতার ঘাটতিও বড্ড চোখে লেগেছে লঙ্কা সিরিজে। সুযোগ পেয়ে শ্রীলঙ্কা গড়েছে বড় বড় জুটি। ফলে উন্নতির জায়গা আছে অনেক।
এছাড়া রিভিউ নেওয়ার ক্ষেত্রেও ক্রিকেটার নির্বুদ্ধিতা আরও একবার সামনে এসেছে। সোজা ব্যাটে লাগা বলেও রিভিউ নেওয়ার বিলাসিতা দেখিয়েছে বাংলাদেশ। প্রযুক্তির এই যুগে ঠিকঠাক রিভিউ নেওয়াটাও বেশ জরুরি, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। উন্নতি লাগবে এখানেও।
এত এত অবকাঠামোগত দুর্বলতা, ঘাটতি, অসুবিধা টপকে মাঝে মাঝে টেস্ট ক্রিকেটে কিছু বিচ্ছিন্ন জয় যে বাংলাদেশ পায় তা-ই হয়ত অনেক বেশি। ক্রিকেটের ‘টেস্ট’ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নমুনাটা যেন এখন এরকমই, ‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা?’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।