Scores

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউদাম্পটনে, নিশ্চিত করলেন সৌরভ

লর্ডসের বদলে সাউদাম্পটনেই অনুষ্ঠিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ভারত ও নিউজিল্যান্ড। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউদাম্পটনে, নিশ্চিত করলেন সৌরভ

আগামী ১৮ জুন শুরু হবে ফাইনালের মহারণ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী লর্ডস ছিল ফাইনালের ভেন্যু। কিন্তু করোনার কারণে লর্ডসের আবাসিক হোটেলগুলোর অচলাবস্থা এখনো কাটেনি। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের বায়ো সেফটি বাবলে রাখা একটু ঝামেলার কাজই বটে।

Also Read - প্রোটিয়া কিংবদন্তিদের বিপক্ষে জয়াসুরিয়া-দিলশানদের দাপুটে জয়


আইসিসি তাই লর্ডসের বদলে বেছে নিয়েছে সাউদাম্পটনকে। আইসিসি এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বিষয়টি নিশ্চিত করেছেন ফাইনালিস্ট দলের ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি।

তিনি আরও বলেন, ‘আমি সাউদাম্পটনে ভারত আর নিউজিল্যান্ডের এই ম্যাচ দেখেতে যেতে চাই। কোভিড পরিস্থিতির পরও লর্ডসের আশেপাশের হোটেলগুলো এখনও খোলেনি। তবে সাউদাম্পটনে মাঠের পাশেই অনেক হোটেল আছে। তাই কোভিড পরিস্থিতির পর ইংল্যান্ড দলও বেশ কিছু ম্যাচ ওখানে খেলেছে।’

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই নিশ্চিত করে নিউজিল্যান্ড আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছিল আগেই। শেষদিকে আরেক ফাইনালিস্টের খোঁজে জমে ওঠে পয়েন্ট টেবিল। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে ফাইনালের দৌড়ে ছিল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারত ২-১ ব্যবধানে এগিয়ে গেলে ছিটকে পড়ে ইংলিশরা। আহমেদাবাদে শেষ ম্যাচে ইংলিশদের হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি ফাইনালও নিশ্চিত করে কোহলির দল। এই ম্যাচে ভারত হারলে ফাইনালে উঠত অস্ট্রেলিয়া।

Related Articles

টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রাপ্তি খুঁজে পাচ্ছেন না মুমিনুল

কোহলির কথা শুনছেন না ‘১৫’ কোটি রুপির জেমিসন

টেস্ট চ্যাম্পিয়নশিপ : নামের পাশ থেকে ‘শূন্য’ সরাল বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ

অজিরা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে, দাবি ল্যাঙ্গারের