Scores

টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন মুমিনুল

আগামী নভেম্বরে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ভারত সিরিজের আগে এ টেস্ট টাইগারদের জন্যই সুবিধে হবে বলছেন টেস্ট স্পেশালিষ্ট মুমিনুল হক।

রেকর্ড নয়, মুমিনুলের চিন্তায় দলের জন্য অবদান

চলমান অ্যাশেজের মধ্য দিয়ে চালু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। এ লড়াইয়ে বাংলাদেশ নামবে আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে। চলমান এ টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের চেয়ে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ থাকছে বাংলাদেশের। এমনিতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে এ বছরের শুরুতে। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

Also Read - হুবুহু স্মিথের ব্যাটিং নকল করলেন আর্চার


এমনিতেই ভারত ভয়ঙ্কর দল। তার উপর নিজেদের মাটিতে স্পিন অ্যাটাকে আরও ভয়ঙ্কর তারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে আফগানদের পাচ্ছে বাংলাদেশ। এ সিরিজটি বাংলাদেশের জন্যই ভালো হবে বলে মনে করছেন মুমিনুল হক।

“টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বললেন, অবশ্যই এটা বড় একটি সুযোগ আমার জন্য। আমার মনে হয় বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।”

“আমি আগেই বললাম ভারত খুবই শক্তিশালী প্রতিপক্ষ। তার আগে ভালো স্পিন অ্যাটাকের বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্যই সুবিধা হবে বলে মনে করছি। কারণ সবাই জানে উপমহাদেশে ওদের স্পিন অ্যাটাকটা কত ভয়ঙ্কর। ঐদিক দিয়ে চিন্তা করলে ভারত সিরিজের আগে খুব ভালো একটা সুযোগ আমাদের জন্য।”

এমনিতেই টেস্ট বাদে অন্য কোন ফরম্যাট খেলা হয় না মুমিনুলের। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে নিউজিল্যান্ডের মাটিতে। এরপর ত্রিদেশীয় সিরিজ, বিশ্বকাপ, ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। দীর্ঘ সময়ের পর সাদা পোশাকের ক্রিকেটে ফেরাতে সমস্যা হবে না বলছেন জাতীয় দলের অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

“এই ব্যাপারে আগেও বলেছি, মেন্টালি একটু শক্ত হতে হয় আর ফিট থাকতে হয়। আশা করছি আমার তেমন সমস্যা হবে না। আসলে এটির সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি আমি। কিছুদিন আগেও চারদিনের ম্যাচ খেলে এসেছি। আমি যদি বিষয়টি কঠিনভাবে নিই তাহলে কঠিনই হবে আমার জন্য।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।</p

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে চমক

বিশাল ব্যবধানের জয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড

বাংলাদেশ সফর নিয়ে চিন্তিত ল্যাঙ্গার

স্মিথের মুক্তির পরেও পেইন-ই থাকবেন অধিনায়ক!

ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাল প্রোটিয়ারা