Scores

টেস্ট চ্যাম্পিয়নশিপে একক আধিপত্য ভারতের

সাদা পোশাকের ক্রিকেটে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের পর সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। এর ফলাফলটাও হাতেনাতে পাচ্ছে অধিনায়ক বিরাট কোহলির দল। সম্প্রতি চালু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে সবাইকে ছাপিয়ে পয়েন্ট টেবিলে একক আধিপত্য ভারতের।

টেস্ট চ্যাম্পিয়নশিপে উড়ছে ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী দুই বছর ধরে চলা এই টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। সেই লক্ষ্যে খেলতে নেমে ভারত যেন ছুটছে লাগাম ছাড়া ঘোড়ার মত। চ্যাম্পিয়নশিপের দুই সিরিজে এখনো পর্যন্ত ৫ ম্যাচে মাঠে নেমেছে ভারত। যেখানে জিতেছে ৫ ম্যাচেই। এতে সবাইকে ছাপিয়ে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান করে নিয়েছে দলটি।

Also Read - বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস রক্ষা করেছেন পাপন!


৫টা করে ম্যাচ খেলে যেখানে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের পয়েন্ট সমান ৫৬, সেখানে কোহলির দলের সংগ্রহ ২৪০ পয়েন্ট। ২টা করে ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই ও তিন নম্বরে আছে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ (২ ম্যাচ) আর দক্ষিণ আফ্রিকা (৩ ম্যাচ) যে একটা সিরিজ খেলেছে ভারতের বিপক্ষে, সেটাতেই হতে হয়েছে ধবলধোলাই। সেহিসাবে এখনো কোন পয়েন্টের দেখা পায়নি দল দুইটি।

এদিকে বাকি ৭ দল টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তত একটা সিরিজ খেলে ফেললেও সেই স্বাদ এখনো পাওয়া হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের। যদিও আগামী নভেম্বরেই ২ ম্যাচ সিরিজে অপ্রতিরোধ্য ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

প্রসঙ্গত, পাঁচ দিনের ক্রিকেটকে আরো বেশি জনপ্রিয় করতে নতুন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। প্রথমবারের মত আয়োজন করছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অর্থাৎ আগামী দুই বছর ধরে চলবে এই টুর্নামেন্ট। যেখানে খেলবে ৯টি টেস্ট দল। এই ৯ দল চ্যাম্পিয়নশিপের আওতায় হোম ও অ্যাওয়ে মিলে সর্বমোট ৬টি সিরিজ খেলবে।

চলতি বছরের আগস্টে মর্যাদার অ্যাশেজ দিয়ে শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। যা ২০২১ সালের জুলাইয়ে শেষ হবে। লিগ টেবিলের শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

জোরালো হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের দাবি!

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম-মুমিনুলদের জন্যই পাকিস্তান দলে পরিবর্তন

আইসিসিকে বুড়ো আঙুল দেখিয়ে ইংল্যান্ডের জয়

অসম্ভবের পেছনে ছুটছে দক্ষিণ আফ্রিকা