টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ফাইনালের দরজা এখনো খোলা রয়েছে তিনটি দলের জন্য। ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মাঝে যেকোনো একটি দল উঠবে ফাইনালে।
চেন্নাইয়ে চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩১৭ রানের জয় পেয়েছে ভারত। এ জয় পেয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে বিরাট কোহলিরা। ফাইনালে যেতে হলে ভারতের জিততে হবে সিরিজ। অর্থাৎ বাকি দুই টেস্টের কোনো ম্যাচে হারা যাবে না, জিততে হবে কমপক্ষে এক ম্যাচ। অর্থাৎ, চার ম্যাচের সিরিজ যদি ২-১ বা ৩-১ ব্যবধানে ভারত জিতে তাহলে তারা চলে যাবে ফাইনালে।
Also Read - ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে সমতা ফেরাল ভারতঅন্যদিকে ইংল্যান্ডের ফাইনালে উঠতে হলে পরের দুই টেস্টের দুইটিতেই জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জিততে হবে। ২-১ ব্যবধানে জিতলে চলে যাবে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। সিরিজটি ড্র হলেও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনাল হবে।
চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট জেতার পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত দুই নম্বর স্থানে উঠে এসেছে। চারে নেমে গিয়েছে ইংল্যান্ড। পয়েন্টের খাতা খুলতে পারেনি বাংলাদেশ।
এক নজরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল
১। নিউজিল্যান্ড: ৫ সিরিজে ৪২০ পয়েন্ট, শতকরা পয়েন্ট: ৭০।
২। ভারত: ৬* সিরিজে ৪৬০ পয়েন্ট, শতকরা পয়েন্ট: ৬৯.৭।
৩। অস্ট্রেলিয়া: ৪ সিরিজে ৩৩২ পয়েন্ট, শতকরা পয়েন্ট: ৬৯.২।
৪। ইংল্যান্ড: ৬* সিরিজে ৪৪২ পয়েন্ট, শতকরা পয়েন্ট: ৬৭।
৫। পাকিস্তান: ৫.৫ সিরিজে ২৮৬ পয়েন্ট, শতকরা পয়েন্ট: ৪৩.৩।
৬। ওয়েস্ট ইন্ডিজ: ৪ সিরিজে ১৬০ পয়েন্ট, শতকরা পয়েন্ট: ৩৩.৩।
৭। দক্ষিণ আফ্রিকা: ৪ সিরিজে ১৪৪ পয়েন্ট, শতকরা পয়েন্ট: ৩০.০
৮। শ্রীলঙ্কা: ৪ সিরিজে ৮০ পয়েন্ট, শতকরা পয়েন্ট: ১৬.৭।
৯। বাংলাদেশ: ২.৫ সিরিজে ০ পয়েন্ট, শতকরা পয়েন্ট: ০।