Scores

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর লড়াইয়ে কিউই স্কোয়াড ঘোষণা

টি-২০ ক্রিকেটের যুগে অনেকটা আবেদন হারাতে থাকা টেস্ট ক্রিকেটে উত্তেজনা ফিরিয়ে আনতে শুরু হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম সিরিজের শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে কিউইরা। উক্ত সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তাছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন জার্সিও উন্মোচন করেছে দলটি।

দুঃসময়ে তামিমের পাশে দাঁড়াচ্ছেন সাইফউদ্দিন

কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর রানার্সআপরা। শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ১৪ আগস্ট। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে গলে। ২২শে আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে। এছাড়া এই সফরে ৩টি টি-২০ ম্যাচও খেলবে কিউইরা।

Also Read - দুঃসময়ে তামিমের পাশে দাঁড়াচ্ছেন সাইফউদ্দিন


কিউই স্কোয়াডে খুব একটা পরিবর্তন আসেনি। উপমহাদেশের উইকেট মাথায় রেখে মিচেল স্যান্টনারের সাথে বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল ও অফ স্পিনার উইল সমারভিলেকে দলভুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এছাড়া দলে আছেন টড অ্যাস্টলও।

ট্রেন্ট বোল্ট, নিল ওয়াগনার ও টিম সাউদিকে নিয়ে গঠিত কিউই পেস আক্রমণ বরাবরের মতোই আগুন ঝরান। সাথে আছেন পেস অলরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোম।

টেস্টের নিয়মিত উইকেটরক্ষক বিজে ওয়াটলিং থাকলেও নেয়া হয়েছে টম ব্লান্ডেলকেও। এছাড়া একদিনের ক্রিকেটের নিয়মিত উইকেটরক্ষক টম লাথাম তো আছেনই।

প্রসঙ্গত, আগামী মাসে শুরু হতে যাওয়া এই টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিপাক্ষিক সিরিজ চলবে ২০২১ সালের জুন মাস পর্যন্ত। নির্দিষ্ট সময় শেষে শীর্ষ দুই দল চ্যাম্পিয়ন তকমার জন্য লড়বে, যেটা অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে।

১৫ সদস্যের নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, টড অ্যাস্টল, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্রান্ডহোম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, জিৎ রাভাল, উইল সমারভিলে, মিচেল স্যান্টনার, রস টেলর, টিম সাউদি, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল খেলতে অনুমতি দিবে বোর্ড; বাকি দায়িত্ব নিজেদের

আইপিএল নিয়ে দ্বিধায় উইলিয়ামসন

বাংলাদেশে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক : উইলিয়ামসন

উইলিয়ামসনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তামিমের

উইলিয়ামসনের হৃদয়ে গেঁথে আছে মিরপুরের কথা