Scores

টেস্ট ছেড়ে দেবেন আমির!

আবির্ভাবেই বিশ্বকে চমকে দিয়েছিলেন। এরপর স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞায় থাকলেও হারিয়ে যাননি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন পুরনো প্রতাপেই। তবে এতকিছুর পরও কিছুটা কি বিষাদগ্রস্ত পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির? সবচেয়ে মর্যাদার ফরম্যাট টেস্ট ক্রিকেটই যে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন এই পেসার!

পাকিস্তানের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেরও পরপরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন দলের দুই বড় তারকা মিসবাহ-উল-হক ও ইউনুস খান। তাদের সাথে অবসর নেওয়ার কথা ভাবছেন আমিরও! সম্প্রতি এমন খবরই চাউর হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

Also Read - এবার মুস্তাফিজ বন্দনায় গাভাস্কারআরও পড়ুনঃ এবার মুস্তাফিজ বন্দনায় গাভাস্কার


আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সূত্র অনুযায়ী, ওয়ানডে ও টি২০ ফরম্যাটে মনোযোগ দিতেই টেস্ট ছেড়ে দেওয়ার কথা ভাবছেন আমির। এ বিষয়ে তিনি আলাপ করেছেন সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের সাথেও। আর এর পরপরই খবরটি ছড়িয়ে যায় চারদিকে। যদিও বাতাসের বেগে ছড়িয়ে যাওয়ায় আমিরের পাশাপাশি বেশ চটেছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডও!

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৭টি টেস্ট খেলেছেন আমির। তাতে তার সংগ্রহ ৯২ উইকেট। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন ইউনিস খান

ভারতকে হারানোর সামর্থ্য পাকিস্তানের আছেঃ ইউনুস