Scores

টেস্ট জার্সির পেছনে আসছে নাম ও নম্বর!

টেস্ট ক্রিকেটের কথা ভাবলেই চোখে ভাসে- দুই দল ক্রিকেটার সাদা জার্সি আর ট্রাউজার পরে ধীরলয়ে খেলে যাচ্ছেন বিশালাকার মাঠে। সীমিত ওভারের ক্রিকেটে জার্সিতে খেলোয়াড়দের নাম ও নম্বর ব্যবহারের প্রচলন থাকলেও টেস্ট ক্রিকেটে এখনও তেমনটা দেখা যায়নি।

টেস্ট জার্সির পেছনে আসছে নাম ও নম্বর!

তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অ্যাশেজেই খেলোয়াড়দের জার্সির পেছন দিকে লেখা থাকতে পারে নাম ও নম্বর!

Also Read - ১২ মে আইপিএলের ফাইনাল, আয়োজক চেন্নাই


টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসে জার্সির পেছনে নাম ও নম্বর ছিল না কখনই। আধুনিকায়নের সাথে সাথে সীমিত ওভারের জার্সির পেছনে নাম-নম্বর এলেও টেস্টের প্রথা ভাঙতে চায়নি কেউ। তবে এবার সেই প্রথা ভাঙল বলে!

আগামী ১ আগস্ট থেকে শুরু হবে এবারের অ্যাশেজ, যা একইসাথে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও গোড়াপত্তন ঘটাবে। ঐ ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দুই দলকেই নাম-নম্বর সম্বলিত জার্সি পরানোর কথা ভাবা হচ্ছে।

এমন অভিনব প্রস্তাবটি দিয়েছে ক্রিকেটের আইন প্রণেতা খ্যাত মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে ক্লাবের পক্ষ থেকে সম্প্রতি যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, তারই একটি জার্সির পেছনে নাম ও নম্বর সংযোজন। এই প্রস্তাবটি অন্যান্য প্রস্তাবের চেয়েও বেশ এগিয়ে আছে আলোচনার টেবিলে।

এর আগে টেস্ট ক্রিকেটে ক্রিকেটারদের জন্য কোনো নম্বরই বরাদ্দ ছিল না। ২০০১ সালে ইংল্যান্ডে টেস্ট ক্যাপের নম্বর দেওয়ার প্রচলন ঘটলে পরবর্তীতে অন্যান্য দেশও ইংল্যান্ডকে অনুসরণ করে। এবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে জার্সির পেছনে নাম-নম্বর ব্যবহার করতে দেখলে হয়ত বাংলাদেশের মত টেস্ট খেলুড়ে দেশও একই পথে হাঁটবে!

এর আগে ১৯৯২ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রঙিন জার্সির ব্যবহার শুরু হয়, একইসাথে জার্সির পেছনে স্থান পায় খেলোয়াড়ের নাম ও নম্বরও।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচে খেলোয়াড়দের জার্সিতে নাম ও নম্বর ব্যবহারের সুযোগ রয়েছে। যদিও এই অনুমতি বা প্রচলন এখনও অন্য কোনো টেস্ট খেলুড়ে দেশে দেখা যায়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল মামলায় মীমাংসা পাচ্ছেন স্টার্ক

টি-২০ বিশ্বকাপ নিয়ে মুখোমুখি অবস্থানে ভারত ও অস্ট্রেলিয়া

অবসরের আগে স্মিথের ‘দুই লক্ষ্য’

আইপিএলকে ‘না’ বলায় কোনো আক্ষেপ নেই স্টার্কের

স্থগিত আরেকটি সিরিজ, খুলে গেল আইপিএলের দুয়ার