Scores

টেস্ট জুড়েই ওয়েলিংটনে বৃষ্টির সম্ভাবনা!

ওয়েলিংটনে বাংলাদেশ সময় ভোর চারটা বাজে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ২য় টেস্ট ম্যাচ। ৩ ম্যাচ টেস্ট সিরিজের ১ম টেস্টে লড়াইয়ের পরও ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ দল হ্যামিল্টনে। ২য় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা টাইগারদের। তবে এতে বাধা হয়ে দাড়াতে পারে বৃষ্টি।

টেস্ট জুড়েই ওয়েলিংটনে বৃষ্টি!
টেস্ট শুরুর চার ঘন্টা আগে ওয়েলিংটনের আকাশ। ছবি : টুইটার

আবহাওয়া অধিদপ্তর ভক্তদের জন্য খুব ভালো একটা সংবাদ দিচ্ছেনা। ওয়েলিংটনে পুরো টেস্ট ম্যাচ জুড়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিবিসির আবহাওয়া বিভাগের মতে শুক্রবার ৮ই মার্চ সারাদিন ঝড়ো বাতাস থাকবে ও বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকালের দিকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

টেস্টের ২য় দিন ৯ই মার্চও হালকা বৃষ্টি ও বাতাসের সম্ভাবনা রয়েছে। ২য় দিনও বিকেলের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টেস্টের ৩য় দিন ১০ই মার্চ আবহাওয়া সামান্য উন্নতি হবে । বিবিসির মতে এইদিন সামান্য বৃষ্টি ও বাতাস থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা ২০ থেকে ৩০ ভাগ।

Also Read - আইপিএল-এর থিম সংয়ে চমক


টেস্টের চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মেঘ থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের সম্ভাবনা ১০ থেকে ২০ ভাগ টেস্টের চতুর্থ ও পঞ্চম দিন। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ভয় টেস্টের প্রথম ও দ্বিতীয় দিনই মূলত।

চোটের কারনে টেস্টে থাকছেন না বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে ৩য় টেস্টে ফিরতে পারেন তিনি। উইকেটরক্ষক মুশফিকুর রহিমও ইনজুরির জন্য ১ম টেস্ট মিস করেন। দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত। এদিকে বিশ্রাম শেষে দলে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান।

বাঁহাতি এ পেসার আসলে হয়তো বসতে হতে পারে যে কোন একজন পেসারকে। সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের মাটিতে এখনো একটি টেস্টেও হার এড়াতে পারেনি বাংলাদেশ দল। সিরিজের ৩য় ও শেষ টেস্ট ক্রাইস্টচার্চে ১৬ই মার্চ থেকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়াগনারের বিপক্ষে খেলতে পছন্দ করেন না তামিম!

উইলিয়ামসনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তামিমের

তবু নিউজিল্যান্ডে নিজের পারফরম্যান্সে খুশি নন মিঠুন

অনাকাঙ্ক্ষিতভাবে সিরিজ শেষ হওয়ায় লজ্জিত উইলিয়ামসন

নিউজিল্যান্ডকে নিরাপদ ভাববে বাংলাদেশ, বিশ্বাস দেশটির ক্রীড়ামন্ত্রীর