SCORE

টেস্টে টস প্রসঙ্গে আইসিসির বিবৃতি

টেস্ট ক্রিকেটে ‘টস’ এক ধরণের ঐতিহ্য। টেস্ট ক্রিকেটের শুরু থেকেই এই ঐতিহ্য মেনে আসছে দলগুলো। বেশ কয়েকদিন আগে আইসিসি এক বিবৃতে টেস্ট ক্রিকেট থেকে টস উঠিয়ে নেওয়ার কথা জানিয়েছিল। কারণ হিসেবে জানায়, টস থাকলে সফরকারী দলের তুলনায় স্বাগতিক দল সেটির সুবিধা পায় বেশি।

টেস্ট ক্রিকেটে থাকছে টস
টেস্টে টস প্রসঙ্গে আইসিসির বিবৃতি। ছবিঃ সংগৃহীত

নিজের ইচ্ছেমত উইকেট বানানোতে স্বাগতিক দলের কাছে পাত্তা পাচ্ছে না সফরকারী দল। টস উঠিয়ে টেস্ট ক্রিকেটে নতুন নিয়ম আনতে চেয়েছিল আইসিসি। টস না হয়ে সফরকারী দলের উপর নির্ভর করবে তারা আগে ব্যাটিং করবে নাকি ফিল্ডিং। দুই দলের মধ্যে একপ্রকার সমঝোতা আনার জন্যই টেস্ট ক্রিকেটে এই নিয়ম আনতে চেয়েছিল আইসিসি।

তবে এটির বিরোধিতা করতে দেখা যায় অনেককেই। টেস্ট ক্রিকেটে টস এক ধরণের ঐতিহ্য, সেটি উঠিয়ে টেস্টের মান ঠিক রাখা অনেকটাই কষ্টকর হবে। তবে টেস্ট ক্রিকেটে টস থাকার ব্যাপারে আইসিসিকে সুপারিশ জানিয়েছে অনিল কুম্বলের নেতৃত্বে এক কমিটি।

Also Read - "আমরা এখনও শক্তিশালী দল"

মুম্বাইতে আইসিসি ক্রিকেট কমিটির সভা হয়। সেই বৈঠকে অন্যান্য আলোচনার চেয়ে বেশি প্রাধান্য পায় টেস্টে টস থাকা না থাকা নিয়ে। ওই বৈঠকে টেস্টে টস থাকার জন্য আইসিসির কাছে সুপারিশ করে এক কমিটি। আইসিসির এক বিবৃতিতে জানানো হয়,

‘টেস্টে শুরুতে টস উঠিয়ে দেওয়ার চিন্তা করলেও পরবর্তীতে ওই কমিটি সিদ্ধান্ত নেয় টস টেস্ট ক্রিকেটে অনেক গুরুত্ব বহন করে। এই টস টেস্ট ক্রিকেটের সৌন্দর্য।’

টস ছাড়াও ওই বৈঠকে আলোচনা হয় পিচের মান আরও উন্নত করার জন্য। স্বাগতিক দল নিজের ইচ্ছেমত উইকেট বানানোতে অধিকাংশ সময়ে কোন প্রকার সুবিধা ভোগ করতে পারে না সফরকারী দল। তাই দুই দল যাতে সমান সুযোগ-সুবিধা পায় সেই ব্যাপারে নজর রাখতে বলেছে আইসিসি।

তাছাড়াও বৈঠকে আলোচনা হয়েছে বল টেম্পারিং, টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতি নিয়ে। এছাড়াও অনিল কুম্বলের নেতৃত্বাধীন কমিটি বৈঠকে সুপারিশ করেছে টেস্ট ম্যাচের পয়েন্ট যাতে সিরিজ জয়ে না প্রত্যেক টেস্টেই করা হয় এবং ম্যাচ ‘ড্র’য়ে যাতে উভয় দলকে এক-তৃতীয়াংশ পয়েন্ট দেওয়া হয়।

আরও পড়ুনঃ ‘আমরা এখনও শক্তিশালী দল’

Related Articles

বাংলাদেশি সমর্থকদের কর্মকাণ্ডে মুগ্ধ আইসিসি

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের উন্নতি, রেটিং হারাল ভারত

শেষ হলো কুক অধ্যায়

অ্যান্ডারসনকে আইসিসির জরিমানা

কুকের অবসরে টুইটার প্রতিক্রিয়া