Scores

টেস্ট থেকে অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন আমির

মাস দুয়েক আগে পাকিস্তানের প্রভাবশালী কয়েকটি সংবাদমাধ্যম ফলাও করে প্রচার করে, শীঘ্রই টেস্ট ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নিতে যাচ্ছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। খবরটি বেশ কয়েকদিন গুরুত্বের সাথে প্রচার হয়, আলোড়ন ফেলে বিশ-ক্রিকেটাঙ্গনে।

তবে আমির সম্পর্কিত সেই খবরটি সম্পূর্ণ গুজব ছিল বলে উল্লেখ করেছেন দীর্ঘদেহী পেসার নিজেই। তার দাবি, সংবাদকে অতিরঞ্জিত করে অবসরের ব্যাপারটি তৈরি করেছিল গণমাধ্যম।

Also Read - 'সেরা বাঙালি-২০১৭' পুরষ্কার গ্রহণ করলেন মাশরাফি


পাকিস্তানি মিডিয়ার প্রতি অনুযোগ প্রকাশ করে ২৫ বছর বয়সী পেসার বলেন ‘এ ধরনের গুজবের ভিত্তি কি আমি জানিনা। আমি ফিট, সামর্থ্যবান, আমার স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই এবং ক্রিকেটের কোনো ভার্শন থেকে এখনই অবসর নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই।’

অবসর নেওয়ার গুঞ্জনটি ফিটনেস নিয়ে ইতোপূর্বে তার বলা কথা থেকে উঠে এসেছে বলে মনে করছেন তিনি, ‘ইতোপূর্বে আমি বলেছিলাম, একজন ক্রিকেটার হিসেবে আপনাকে নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে এবং ফিটনেস লেভেল নিয়ে সজাগ থাকতে হবে। আমার এমন বক্তব্যকেই কেউ কেউ আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চাই বলে গুঞ্জন ছড়িয়েছে।’ 

আমির আরও জানান, ফিট থাকলে সব ফরম্যাটেই খেলে যেতে চান তিনি। অবসরের সংবাদকে আবারও ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এটা একদম মিথ্যা এবং যত দিন পর্যন্ত ফিট থাকব ততদিন আমি সব ভার্শনেই খেলতে চাই।’

উল্লেখ্য, ২৫ বছর বয়সী পেসার মোহাম্মদ আমির পাকিস্তানের একজন প্রতিভাবান বোলার। ২০১০ সালে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত হয়ে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সেই সময়ের তরুণ তারকা ক্রিকেটার।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

সাঙ্গাকারাকে সাজঘরে ফেরানোর যে স্মৃতি রাসেলের ‘স্মরণীয়’

রঙিন পোশাক সাদমানের কাছে ‘অফ সিজনের ভাবনা’

মুস্তাফিজের পাশে নাম লেখালেন ফোকস

১০ বছর পর পাকিস্তানে টেস্ট ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত