Scores

টেস্ট দলে যুক্ত হলেন সানজামুল ও তানভীর

দল ঘোষণা করা হয়েছিল শুক্রবার সকালে। শনিবার বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারার পর হয়ত নতুন করে ভাবতে হয়েছে নির্বাচকদের। আর তাই ম্যাচের পরপরই ঘোষণা এলো- চট্টগ্রাম টেস্টের দলে বাড়ছে দুজন ক্রিকেটারের সংখ্যা। ৩১ জানুয়ারি থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচের জন্য ঘোষিত দলে যুক্ত করা হয়েছে সানজামুল ইসলাম ও তানভীর হায়দারকেও।

টেস্ট দলে যুক্ত হলেন সানজামুল ও তানবির

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ইনজুরির কারণে সপ্তাহ দুয়েকের জন্য ক্রিকেট থেকে ছিটকে পড়েন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। টেস্ট স্কোয়াডে নতুন করে খেলোয়াড় অন্তর্ভুক্তি তাই নিছক সময়ের ব্যাপার ছিল। সাকিবের বদলি হিসেবে বিসিবির ডাক পেয়েছেন সানজামুল ও তানভীর দুজনই।

Also Read - দল চাইলে টেস্টে ফিরবেন মাশরাফি


এর আগে শুক্রবার সকালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচের জন্য জন্য স্বাগতিক দল ঘোষণা করা হয়। নাঈম হাসানের ডাক পাওয়ার পাশাপাশি দলে জায়গা ফিরে পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বি।

ঘোষিত ১৪ সদস্যের দলে আলোচিত ক্রিকেটারদের মধ্যে জায়গা ধরে রেখেছেন লিটন কুমার দাস। ছয়টি টেস্ট খেলা এই ওপেনারের পরিসংখ্যান খুব একটা পক্ষে না থাকলেও এই সিরিজেও তার উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। তবে সবচেয়ে বিস্ময় জাগিয়েছে স্কোয়াডে তরুণ ক্রিকেটার নাঈম হাসানের জায়গা পাওয়া।

আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ, যার মাধ্যমে মাঠে গড়াবে দুই দলের পূর্ণাঙ্গ সিরিজের লড়াই। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৮ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম টেস্টের বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক) তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তানভীর হায়দার, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন ও নাঈম হাসান।

আরও পড়ুনঃ ত্রিদেশীয় সিরিজের সেরা পাঁচ

Related Articles

কোন দিকে যাবেন বুঝতে পারছেন না মোসাদ্দেক!

নেতৃত্ব না দিতে হলেই ভালো সাকিবের

দিনভর বৃষ্টিও বাঁচাতে পারল না বাংলাদেশকে

বাংলাদেশ দলকে একহাত নিলেন শামীম চৌধুরী

এবার মুখের কথায়ও আফগানদের হুংকার!