টেস্ট দলে সুযোগ পাচ্ছেন না তাসকিন?
বাতাসে গুঞ্জন শুনা যাচ্ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন টেস্ট সিরিজেই জাতীয় দলের হয়ে সাদা পোষাকে অভিষেক ঘটতে পারে গতি তারকা তাসকিন আহমেদের। খুব সম্ভবত আপাতত তাসকিন আহমেদের সাদা জার্সি গায়ে চাঁপিয়ে লাল বল হাতে জাতীয় দলের হয়ে ছুটে চলার এ ইচ্ছেটা পূর্ণ হচ্ছে না।
অন্তত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের কথা শুনে এমনটা মনে হওয়াই স্বাভাবিক। চোটপ্রবণতা সাথে তাসকিন আহমেদের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ভাবতে গিয়েই বরাবরের শঙ্কা থেকে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে এখনই তাঁকে খেলাতে চান না প্রধান কোচ।
Also Read - আলাদাভাবে নারী ও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পূর্বেই স্ট্রেস ফ্র্যাকচারের ধকল নেওয়া তাসকিন আহমেদ ২০১১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর খেলেছেন ১০টি ম্যাচ। যার সর্বশেষ ম্যাচটি বিসিএলে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে।
এরপর আর লম্বা সময় যাবত বড় দৈর্ঘ্যের ম্যাচে খেলেননি তিনি। এরফলে বড় দৈর্ঘ্যের ম্যাচে খেলার অভিজ্ঞতার ঘাটতি আছে এবং তাসকিন এখনই টেস্টের জন্য উপযোগী নন সরাসরিতা উল্লেখ করে হাথুরুসিংহে বলেন, “মাঠে চারদিন দাঁড়িয়ে থাকা, দিনে ১৫ ওভার বোলিং করার মত ব্যাপারগুলি ওর পুরোপুরি নতুন। আমি কারও ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।”
পেসার সংকটে আসন্ন সিরিজে তাসকিন আহমেদের টেস্ট অভিষেকের খানিকটা সম্ভাবনা যা উঁকি দিয়েছিল এর ফলে তা নিমিষেই কালো আঁধারে মিলিয়ে গেল।