Scores

টেস্ট ভেন্যুর মর্যাদা পেল ওমান

টেস্ট খেলার স্বপ্ন হয়ত রীতিমত বাড়াবাড়ি ঠেকে ওমানের কাছে। আইসিসির সহযোগী দেশটি কখনো টেস্ট খেলার যোগ্যতা অর্জন করবে কি না, সেই প্রশ্নের উত্তর সময়সাপেক্ষ। তবে টেস্ট ভেন্যুর মর্যাদা ঠিকই পাচ্ছে মরু দেশটি।

টেস্ট ভেন্যুর মর্যাদা পাচ্ছে ওমান

টেস্ট ম্যাচগুলো সাধারণত টেস্ট খেলুড়ে দেশেই আয়োজিত হয়। ব্যতিক্রম ছিল সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তান ও আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে অনেকগুলো টেস্ট আয়োজন করেছে আরব আমিরাত। এবার এই সৌভাগ্য হচ্ছে ওমানেরও।

Also Read - সিডনি টেস্টে ইতিহাস গড়লেন নারী আম্পায়ার পোলোস্যাক


পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় এখন আর অন্য ভেন্যুর দ্বারস্থ হতে হয় না উপমহাদেশের পরাশক্তিদের। তবে আফগানিস্তানে সহসাই আন্তর্জাতিক ক্রিকেট আয়োজিত হচ্ছে না। অভ্যন্তরীণ কারণে অস্থিতিশীল দেশটি তাই এখনো আশ্রয় খোঁজে নিরপেক্ষ ভেন্যুতে। এরই ধারাবাহিকতায় ওমানকে টেস্ট ভেন্যু হিসেবে বেছে নিয়েছে আফগানরা।

ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। দুটি টেস্টই অনুষ্ঠিত হবে ওমানের আল আমারাতের ক্রিকেট অ্যাকাডেমির এক নম্বর ক্রিকেট মাঠে। আইসিসি ইতোমধ্যে তিন ফরম্যাটের ম্যাচ আয়োজনের জন্য অনুমোদন বা স্বীকৃতি দিয়েছে এই ভেন্যুকে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ছাড়াও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ একই ভেন্যুতে খেলবেন রশিদ খানরা। তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন তিনটি ওয়ানডে।

ওমান ক্রিকেটের সচিব মাধু জেসরানি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ওমানের ক্রিকেটের জন্য এটা বড় খবর এবং বড় অর্জন। নতুন বছর দারুণ এক খবরে শুরু হল। সংযুক্ত আরব আমিরাতের পর ওমানও টেস্ট না খেলেও টেস্ট ভেন্যুর মর্যাদা পেল। আমাদের জন্য এটা গর্বের বিষয়।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ডি ভিলিয়ার্স

ব্যর্থতার সব দায়ভার নিজের কাঁধে নিলেন বাউচার

বিশ্বকাপে পাকিস্তানের মিডল অর্ডারে মালিককে চান আফ্রিদি

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ‘৩’ নতুন মুখ

ওয়াহর তোলা ছবি জিতল উইজডেনের বর্ষসেরার খেতাব