Scores

“টেস্ট মেজাজে” ঘাটতির জন্যই প্রথম টেস্টে হার : মাহমুদউল্লাহ

দেশের মাটিতে ওয়ানডে সিরিজে যেখানে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি জিম্বাবুয়ে সেখানে টেস্টের ফলও যে ২-০ ই হবে এমন প্রত্যাশা খুব একটা অযৌক্তিক ছিল না। কিন্তু দলের ভার কাধে নিয়ে প্রথম টেস্টে ব্যর্থ হবার পর সমালোচনার তীর ছুটতে থাকে মাহমুদউল্লাহ’র দিকে।

মাহমুদউল্লাহ্‌ রিয়াদ - Mahmudullah Riyad
সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ (ফাইল ছবি)

যদিও দ্বিতীয় টেস্টে বাংলাদেশ টেস্ট ইতিহাসের ২১৮ রানের দ্বিতীয় বড় জয় এসেছে তার নেতৃত্বেই। যার ফলে সিরিজের ফল গিয়ে দাড়িয়েছে ড্র’তে।  কিন্তু জয় না পাওয়ার আক্ষেপে ম্লান হয়ে গেছে স্মরণীয় করে রাখার মতো অন্য ঘটনাগুলো। এজন্য নিজেকেই দায়ী করছেন মাহমুদউল্লাহ।

ওয়ানডেতে ওয়াইটওয়াশের পর জিম্বুাবুয়ের সাথে ড্র মেনে নিতে পারছেন না অধিনায়ক নিজেও।  ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, “প্রথম টেস্টে আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। শুরুতে আমাদের লক্ষ্য ছিল দুটি টেস্টেই জেতা। হোম কন্ডিশনে জিম্বাবুয়ে হোক, অস্ট্রেলিয়া হোক কিংবা অন্য যেকোনো দলই হোক, আমরা সব সময় চাই নিজেদের কন্ডিশনের সুযোগ কাজে লাগিয়ে যেন সিরিজ জিততে পারি। যে ফরম্যাটই হোক আমাদের লক্ষ্য থাকে এমনটাই। সেদিক থেকে বললে, ট্রফিটা ভাগাভাগি করতে খুবই খারাপ লাগছে। ”

Also Read - ওনাকে আমরা চাই : মাহমুদউল্লাহ


অন্যদিকে জিম্বাবুয়েকেও তাদের প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি তিনি। মাহমুদউল্লাহ বলেন, “সবাই চাচ্ছিল জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ জিতুক। আমার মনে হয় জিম্বাবুয়েকেও কৃতিত্ব দিতে হবে, ওরা ভালো ক্রিকেট খেলেছে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে ভালো করেছে। ”

টেস্ট মেজাজের ঘাটতির কারণেই প্রথম টেস্টে হারতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “প্রথম টেস্টে আমাদের “টেস্ট মেজাজে” ঘাটতি ছিল, যা টেস্ট ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ। ওই জিনিসটা আমরা করতে পারিনি, যা এই টেস্টে করতে পেরেছি। প্রথম টেস্ট শেষে একটা কথা বলেছিলাম, আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। প্রথম টেস্ট হারের পর আমরা খুব আহত হয়েছিলাম। আমরা চেয়েছিলাম তার বহিঃপ্রকাশ মাঠে ঘটাতে। আমার মনে হয় আমরা কিছুটা হলেও করতে পেরেছি।”

অন্যদিকে ম্যাচ হারের বেদনা দলকেও কাঁদায় বলে কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন, “যদি আপনি ম্যাচ জেতেন তাহলে অবশ্যই আপনার আনন্দ লাগা উচিত। ম্যাচ জিতলে ওইটুকু অধিকার থাকে, আনন্দ প্রকাশ করার। আমরা যখন খারাপ খেলি, ড্রেসিং রুমে মনটা আমাদেরই বেশি খারাপ হয়। আমাদের চোখের পানিটা কেউ দেখে না। আমরা এটা কাউকে বলিও না।”

 

Related Articles

‘ঘুরে দাঁড়ানোর’ মিশনে সফল বাংলাদেশ

হাসান মাহমুদ মজার একটা ছেলে: রিয়াদ

ফর্ম ফেরানোর ‘টনিক’ কী, জানালেন লিটন

বাংলাদেশ একাদশে ‘৩’ পরিবর্তন; হাসান মাহমুদের অভিষেক

তবুও সতর্ক অবস্থানে বাংলাদেশ দল