টেস্ট র্যাংকিংয়ে অ্যান্ডারসনের রাজসিক উত্থান
এমআরএফ টায়ারস আইসিসি টেস্ট প্লেয়ার র্যাংকিংয়ে রাজসিক উত্থান ঘটেছে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে তার অসাধারণ বোলিং নৈপুণ্যে ডানহাতি ফাস্ট বোলার উঠে এসেছেন বোলারদের র্যাংকিংয়ের শীর্ষস্থানে।
লর্ডস টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারানোর ম্যাচে বড় ভূমিকা ছিল অ্যান্ডারসনের। ঐ ম্যাচে তার দুর্দান্ত পারফরমেন্স দলের সিরিজ জয়ের পাশাপাশি এসেছে ব্যক্তিগত সুখবর হয়েও। ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজাকে ১২ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে অ্যান্ডারসন এখন অবস্থান করছেন বিশ্বসেরা বোলারদের তালিকার শীর্ষে।
Also Read - বিশ্ব একাদশের বিপক্ষে খেলছেন না আমিরএর আগে ২০১৬ সালের আগস্টে র্যাংকিংয়ের শীর্ষ বোলার ছিলেন অ্যান্ডারসন। এবারের শীর্ষস্থান দখল তাকে এনে দিয়েছে নতুন রেকর্ডের ছোঁয়া। শ্রীলঙ্কান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরনের (জুলাই ২০০৯) পর সবচেয়ে বুড়ো বয়সে টেস্টের বিশ্বসেরা বোলার বনে গেছেন তিনি। একইসাথে অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকগ্রাকে (জানুয়ারি ২০০৬) পেছনে ফেলে সবচেয়ে বেশি বয়সে টেস্ট বোলারদের শীর্ষস্থান দখল করার রেকর্ড এখন অ্যান্ডারসনেরই।
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শেষে ১০ সেপ্টেম্বর র্যাংকিং তালিকা হালনাগাদ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। একনজরে দেখে নেওয়া যাক ঐ তালিকার শীর্ষ দশে আছেন কারা…
র্যাংকিং – খেলোয়াড় – দল – পয়েন্ট
১. (+১) জেমস অ্যান্ডারসন – ইংল্যান্ড – ৮৯৬
২. (-১) রবীন্দ্র জাদেজা – ভারত – ৮৮৪
৩. (-) রবিচন্দ্রন অশ্বিন – ভারত – ৮৫২
৪. (-) রঙ্গনা হেরাথ – শ্রীলঙ্কা – ৮০৯
৫. (-) জশ হ্যাজেলউড – অস্ট্রেলিয়া – ৭৯৪
৬. (-) কাগিসো রাবাদা – দক্ষিণ আফ্রিকা – ৭৮৫
৭. (-) ডেল স্টেইন – দক্ষিণ আফ্রিকা – ৭৬৩
৮. (-) নাথান লায়ন – অস্ট্রেলিয়া – ৭৫২
৯. (-) ভ্যারনন ফিলান্ডার – দক্ষিণ আফ্রিকা – ৭৫১
১০. (+) নেইল ওয়াগনার – নিউজিল্যান্ড – ৭৪৫
- সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম