Scores

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের উন্নতি, রেটিং হারাল ভারত

ঘরের মাটিতে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সফরকারী ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। অন্যদিকে সিরিজ খোয়ানোর পরও শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তবে ১০ রেটিং পয়েন্ট হারিয়েছে বিরাট কোহলিরা।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের উন্নতি, রেটিং হারাল ভারত

৯৭ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর অবস্থানে থেকে ভারতের বিপক্ষে সিরিজ শুরু করে স্বাগতিক ইংলিশ শিবির। সফল ও দুর্দান্ত ৪-১ ব্যবধানের সিরিজ জয়ে তাদের নামের পাশে যুক্ত হয়েছে আরও আটটি রেটিং পয়েন্ট।

যা নিউজিল্যান্ডকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের চতুর্থ অবস্থানে ওঠে আসতে সাহায্য করলো জো রুট ও তার সতীর্থদের। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে সফল সিরিজ শেষে চতুর্থ অবস্থান নিজেদের দখলে নিলেও তাদের সামনে হাতছানি রয়েছে আরও ওপরে আরোহণ করার।

১০৫ রেটিং নিয়ে আপাতত র‍্যাঙ্কিংয়ের চারে থাকলেও এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সাথে রেটিং ব্যবধান কমে এসেছে ইংল্যান্ডের। মাত্র এক পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে রুটদের আগের দুই অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। রেটিং সমান হলেও ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয়স্থানে দক্ষিণ আফ্রিকাতৃতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

পক্ষান্তরে ১০ রেটিং কমলেও ১১৫ রেটিং নিয়ে যথারীতি শীর্ষস্থানে রয়েছে কোহলির নেতৃত্বাধীন ভারত। ইংলিশদের এক ধাপ উন্নতির বিপরীতে অবনম হয়ে র‍্যাঙ্কিংয়ের পঞ্চমস্থানে নেমে এসেছে নিউজিল্যান্ড। কিউইদের ১০২ রেটিংয়ের বিপরীতে ৯৭ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরস্থানে অবস্থানে শ্রীলঙ্কার

তাছাড়া ৮৮ রেটিং নিয়ে তালিকার সপ্তমস্থানে পাকিস্তান, ৭৭ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে উইন্ডিজ৬৭ পয়েন্ট নিয়ে তালিকার নবম অবস্থানে নিজেদের ধরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর ২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় সবার তলানিতে অবস্থান জিম্বাবুয়ের।

এক নজরে সবশেষ প্রকাশিত আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-

১. ভারত – ১১৫ রেটিং পয়েন্ট।

২. দক্ষিণ আফ্রিকা- ১০৬ রেটিং পয়েন্ট।

৩. অস্ট্রেলিয়া- ১০৬ রেটিং পয়েন্ট।

৪. ইংল্যান্ড- ১০৫ রেটিং পয়েন্ট।

৫. নিউজিল্যান্ড- ১০২ রেটিং পয়েন্ট।

৬. শ্রীলঙ্কা- ৯৭ রেটিং পয়েন্ট।

৭. পাকিস্তান- ৮৮ রেটিং পয়েন্ট।

৮. উইন্ডিজ- ৭৭ রেটিং পয়েন্ট।

৯. বাংলাদেশ- ৬৭ রেটিং পয়েন্ট।

১০. জিম্বাবুয়ে- ২ রেটিং পয়েন্ট।

 


আরও পড়ুনঃ সেরাটা দিয়েই হারাতে হবে শ্রীলঙ্কাকে : রিয়াদ

Related Articles

পাকিস্তানের আইসিসি সদস্যপদ বাতিলের প্রস্তাব!

ভারতকে শাস্তি দিলো অলিম্পিক, আইসিসি নীরব

ভিন্ন ঘটনায় রিয়াদ ও বোল্টকে আইসিসির শাস্তি

হেলমেট পড়বে বোলাররাও!

সমকামীতা নিয়ে স্লেজিংয়ে চার ম্যাচ নিষিদ্ধ গ্যাব্রিয়েল