Scores

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় রদবদল

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুর্বার গতিতে ছুটে চলছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন। বিরাট কোহলি, স্টিভ স্মিথদের কাঁধে এখন নিঃশ্বাস ফেলছেন এই ডানহাতি ব্যাটসম্যান। আইসিসি ব্যাটসম্যান টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশের প্রথম দুইটি স্থান অপরিবর্তিত থাকলেও পরের আটটি স্থানেই পরিবর্তন এসেছে।

লাবুশানের ব্যাটে ফের দৃঢ়তা, প্রথম দিন অজিদের

একবছর আগেও সেরা দশের বাইরে ছিলেন অজি ব্যাটসম্যান লাবুশেন। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজে স্মিথের বদলি হিসাবে সুযোগ পেয়ে ভালো করে দলে জায়গা করে নেয়া এই ব্যাটসম্যানের ব্যাট দিনদিন চওড়া হতেই আছে। আগেও কয়েকবার দ্বিশতকের কাছে যেয়ে থেমে গেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে সেটা স্পর্শ করতে পেরেছেন। ফলে আবারো র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। ৮২৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন তৃতীয় স্থানে।

Also Read - এক মাসের পিএসএল সফরে আগ্রহী ছিলেন কেন?

লাবুশেনের উন্নতিতে একধাপ পতন হয়েছে কেন উইলিয়ামসনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচটি খেলতে না পারা কিউই অধিনায়ক নেমে গেছেন চতুর্থস্থানে। আরেক অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে বড় উন্নতি করেছেন বেন স্টোকস। এই বাঁহাতি ব্যাটসম্যান প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন। ৫ ধাপ এগিয়ে এখন তার অবস্থান দশমস্থানে। ইংলিশ অধিনায়ক জো রুটও এগিয়েছেন এক ধাপ, বর্তমান অবস্থান অষ্টম।

অপরদিকে, অধঃপতন হয়েছে দুই ভারতীয় আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা ও পাকিস্তানি ব্যাটসম্যান বাবর। পূজারা ও বাবর একধাপ করে পিছিয়ে যথাক্রমে ষষ্ঠ, সপ্তম এবং রাহানে দুই ধাপ পিছিয়ে নবম স্থানে আছেন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ইংল্যান্ডকে সরিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

পাকিস্তানের সাথে ব্যবধান কমালো বাংলাদেশ

বোলারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চারে মিরাজ, আটে মুস্তাফিজ

কোহলিকে পেছনে ফেললেন স্মিথ, ওয়ার্নারের অবনতি

কিউই রূপকথা : উইলিয়ামসনের হাত ধরে ৭ থেকে শীর্ষে