Scores

টেস্ট র‍্যাঙ্কিংয়ে স্মিথ-লায়নের উত্থান

অ্যাশেজের প্রথম টেস্টের পর বদলেছে র‍্যাঙ্কিংয়ের অবস্থা। এগিয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ আর নাথান লায়ন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন প্যাট কামিন্স।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে স্মিথ-লায়নের উত্থান
©গেটি ইমেজেস।

অ্যাশেজের প্রথম টেস্টে ১৪৪ আর ১৪২ রানের দুর্দান্ত দুই ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। টেস্ট ক্রিকেটে রাজসিক প্রত্যবর্তন ঘটান তিনি। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ছিলেন স্টিভেন স্মিথ। এক ধাপ এগিয়ে চার থেকে তিন নম্বরে উঠে এসেছেন স্টিভেন স্মিথ।

এ সিরিজ শুরু হওয়ার আগে ৮৫৭ পয়েন্ট ছিল তার। সিরিজের পর তা হয়েছে ৯০৩। নয় শতাধিক পয়েন্ট রয়েছেন শীর্ষ তিন ব্যাটসম্যানের। ৯২২ পয়েন্ট নিয়ে সবার আগে বিরাট কোহলি।প্রথম ইনিংসে ১৩৩ রান করা ইংল্যান্ডের ওপেনার ররি বার্ন্স এগিয়েছেন ২৫ ধাপ। ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিং ৮১ নম্বরে আছেন তিনি। এক ধাপ এগিয়ে ৬৯ নম্বরে আছেন বেন ফোকস। তারপরেই রয়েছে ক্রিস ওকসের নাম যার উন্নতি ঘটেছে ১১ ধাপ।

Also Read - জিম্বাবুয়ের উপকারের প্রতিদান দিতেই বিসিবির অপেক্ষা


আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশ ব্যাটসম্যান

১। বিরাট কোহলি (ভারত)- ৯২২ পয়েন্ট
২। কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৯১৩ পয়েন্ট
৩। স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)- ৯০৩ পয়েন্ট
৪। চেতেশ্বর পুজারা (ভারত)- ৮৮১ পয়েন্ট
৫। হেনরি নিকোলস (নিউজিল্যান্ড)- ৭৭৮ পয়েন্ট
৬। জো রুট (ইংল্যান্ড)- ৭৪১ পয়েন্ট
৭। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৭২১ পয়েন্ট
৮। এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা)- ৭১৯ পয়েন্ট
৯। কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৭১৮ পয়েন্ট
১০। ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা) – ৭০২ পয়েন্ট


বোলারদের র‍্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থানটাকে মজবুত করেছেন অজি পেসার প্যাট কামিন্স। ক্যারিয়ারের সেরা ৮৯৮ পয়েন্ট তার। গত ৫০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে এটি তৃতীয় সেরা পয়েন্ট।। অজি স্পিনার নাথান লায়ন নয় উইকেট প্রাপ্তির সুবাদে চলে এসেছেন ১৩ নম্বরে।

দুই ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠেছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। সতীর্থ ক্রিস ওকস চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৯ নম্বরে।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে সেরা দশ বোলার

১। প্যাট কামিন্স(অস্ট্রেলিয়া) – ৮৯৮ পয়েন্ট
২। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ৮৫১ পয়েন্ট
৩। জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৮৩১ পয়েন্ট
৪। ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা)- ৮১৩ পয়েন্ট
৫। নিল ওয়াগনার (নিউজিল্যান্ড)- ৮০১ পয়েন্ট
৬। রবিন্দ্র জাদেজা (ভারত) -৭৯৪ পয়েন্ট
৭। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) -৭৮৭ পয়েন্ট
৮। জেসন হোল্ডার (উইন্ডিজ)- ৭৭০ পয়েন্ট
৯। মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)- ৭৭০ পয়েন্ট
১০। রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৭৬৩ পয়েন্ট


 


Related Articles

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

বছর শেষে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা মুশফিক-সাকিব

টেস্ট র‍্যাঙ্কিংয়ে চার পাকিস্তানির উত্থান

র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন দুই অস্ট্রেলিয়ান

টেস্ট র‍্যাকিংয়ে সাকিবের পিছিয়ে পড়ার কারণ