Scores

টেস্ট সিরিজেও ভালো করার প্রত্যাশা ইমরুলের

দুর্দান্ত এক সিরিজ কাটিয়ে জাতীয় দলের বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। ম্যাচ শেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করলেন আগামী সিরিজেও ভালো করার।

শেষ ওয়ানডেতে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

শুক্রবার (২৬ অক্টোবর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হেসেখেলে হারায় বাংলাদেশ। ৭ উইকেটের এই জয়ে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি টেস্ট সিরিজকে সামনে রেখে ভালো জ্বালানি সংগ্রহ করেছে টাইগাররা। ইমরুল কায়েসও এই সিরিজ থেকে আত্মবিশ্বাস জোগাড় করে সেটি টেস্ট সিরিজে কাজে লাগাতে চান।

বাংলাদেশের টেস্ট দলে ইমরুল প্রায় অনিবার্য নামই। ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের পর টেস্ট দলে তার অন্তর্ভুক্তি নিয়ে নেই কোনো প্রশ্ন। ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া সেই টেস্ট সিরিজে নিজের সেরাটা দেওয়ার কথাই জানালেন ইমরুল।

Also Read - তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইমরুলের রেকর্ড


ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকারের ব্যাটিংয়ে প্রশংসা করেন। এই ম্যাচ দিয়ে দলে ফেরা সৌম্য ঘরোয়া ক্রিকেট ও প্রস্তুতি ম্যাচে ভালো খেলার ধারাবাহিকতা বজায় রেখে হাঁকিয়েছেন শতক। শুরুতে লিটন দাসকে হারানোর চাপ সামলে দলকে এনে দিয়েছেন বড় পুঁজি, সাহস যুগিয়েছেন ইমরুলকে। তার প্রশংসা করে ইমরুল বলেন, সৌম্য একজন জাত ব্যাটসম্যান এবং আমার উপর থেকে চাপ সরিয়ে নিয়েছিল। সে ঘরোয়া ক্রিকেটে দারুণ ব্যাট করে আসছে। সে স্পিনারদের বিপক্ষেও ভালো খেলে। সৌম্যকে ব্যাট করতে দেখে আমি অনেক খুশি হয়েছি। টেস্ট সিরিজে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

এই সিরিজে দুটো শতক হাঁকানো ইমরুল নিজেকে নতুন করে প্রমাণের পাশাপাশি দলকে এনে দিয়েছেন দারুণ সাফল্য। তাই সিরিজটিকে বিশেষভাবেই দেখছেন তিনি।  অসাধারণ সিরিজ আখ্যা দিয়ে তিনি বলেন, এটা আমার জন্য অসাধারণ একটা সিরিজ ছিল। আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং আমি এই সিরিজে নিজেকে প্রমাণ করতে পেরেছি বলে খুশি।’

আরও পড়ুন: উইন্ডিজদের সহকারী কোচ পাকিস্তানের মুশতাক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মাসাকাদজার বিদায়ী ম্যাচে আফগানিস্তানকে হারাল জিম্বাবুয়ে

বাংলাদেশ সিরিজে ধোনিকে রাখার পক্ষে নন গাভাস্কার

এক বছরের জন্য নিষিদ্ধ হলেন ধনাঞ্জয়া

সবাইকে ছাপিয়ে ‘রাজত্ব’ দখলে নিলেন কোহলি

জয়ের ধারায় বাংলাদেশ, টুইটারে প্রশংসা ও স্বস্তি