Scores

টেস্ট সিরিজের পুরোভাগে থাকছেন না মুস্তাফিজ?

বাংলাদেশ জাতীয় দল এখন রয়েছে নিউজিল্যান্ড সফরে। দুঃস্মৃতির ওয়ানডে সিরিজ শেষ করে দল এখন টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে। বিদেশের মাটিতে নিজেদের তৃতীয় তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে রোমাঞ্চ কাজ করলেও বিশ্বকাপের আগে এই সিরিজের সম্ভাব্য ধকল নিয়ে রয়েছে দুশ্চিন্তাও।

টেস্ট সিরিজের পুরোভাগে থাকছেন না মুস্তাফিজ

চোটের কারণে অধিনায়ক সাকিব আল হাসান টেস্ট সিরিজের শুরুতে থাকছেন না। তার না থাকায় দলের শক্তি অনেকটাই কমে গেছে। তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে রয়েছে নতুন করে কারও চোট আক্রান্ত হওয়ার শঙ্কাও। আর সেই শঙ্কা ঘনীভূত হচ্ছে আসন্ন বিশ্বকাপের কথা ভাবতে গেলেই!

Also Read - সাব্বিরের নৈপুণ্যে জয় দিয়ে আসর শুরু আবাহনীর


বিশ্বকাপের আগে সব দলই নিজেদের সম্ভাব্য সেরা একাদশকে প্রস্তুত রাখছে। টেস্ট সিরিজে কোনো ক্রিকেটার চোটের শিকার হলে বিশ্বকাপের আগে বড় ধাক্কা হয়ে উঠবে সেটি। সেই দৃষ্টিকোণ থেকেই জাতীয় দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ পেসার মুস্তাফিজুর রহমানকে তিন ম্যাচের সবগুলোতে খেলানোর পক্ষে নন।

টেস্ট সিরিজের পুরোভাগে থাকছেন না মুস্তাফিজ?সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে ওয়ালশ বলেন, ‘আমাদের চেষ্টা করে যেতে হবে মুস্তাফিজ যেন সুস্থ ও ঝরঝরে অবস্থায় থাকে। নিউজিল্যান্ড সফরে নির্বাচকেরা মুস্তাফিজকে দিয়ে কয়টা টেস্ট খেলাতে চান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার ওয়ার্ক লোড মনিটর করতে হবে। তাকেও নিজের সমস্যার কথা বলতে হবে।’

ওয়ালশ মনে করেন, ধকলের হাত থেকে বাঁচাতে টেস্টের সেরা পেসারকে সব ম্যাচে খেলানো উচিত নয়। তিনি বলেন, ‘আমাদের ভেবে দেখতে হবে কী ধরনের উইকেট ওর বোলিংয়ের সঙ্গে যায়। তবে আমি যেটা মনে করি, মুস্তাফিজের জন্য তিন টেস্ট খেলাটা বেশ কঠিন।’

এদিকে নিউজিল্যান্ডের কন্ডিশনে পেসারদের ভালো করার সুযোগ বেশি বলে শিষ্যদের নিয়ে বেশ আশাবাদী ওয়ালশ। তিনি বলেন, ‘এখানে উইকেট স্পিন সহায়ক নয়। আমরা সেটা মাথায় রেখেই অনুশীলন করেছি। পেসাররাই এখানকার কন্ডিশনে ভালো করতে পারবে বলে আশাবাদী আমি।’

‘আশা করছি, পেসারদের কেউ কেউ ভালো কিছু করবে আর বাংলাদেশ দলকে দারুণ কিছু এনে দেবে।’-বলেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সাইফউদ্দিনের বোলিং তোপের পরও আফগানদের লড়াকু পূঁজি

ভারত যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল, ‘এ’ দল শ্রীলঙ্কায়

বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত

বাংলাদেশ হারলেই আফগানিস্তানের বিশ্বরেকর্ড!

বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টির ‘শক্তিশালী’ আফগানিস্তান