
উইন্ডিজ সফরের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্কোয়াডে ডাক পেয়ে প্রথমবারের মত টেস্ট খেলার সুযোগ তৈরি হয়েছে সিলেটের তরুণ পেসার আবু জায়েদ চৌধুরী রাহীর।
যথারীতি স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন সাকিব আল হাসান। পেসারদের মধ্যে রাহী ছাড়াও সুযোগ হয়েছে কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন ও শফিউল ইসলামের। একটি টেস্ট খেলা নাজমুল হোসেন শান্তও জায়গা পেয়েছেন ১৫ সদস্যের দলে। অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি আছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহানের মত তরুণেরা।
তবে টেস্ট দল থেকে বাদ পড়েছেন আলোচিত ক্রিকেটার সাব্বির রহমান। সম্প্রতি মাঠের খেলায় বাজে পারফরম্যান্স আর নানাবিধ বিতর্কের জন্ম দেওয়ার পর এবার টেস্ট দলেও জায়গা হারালেন তিনি।
একনজরে উইন্ডিজ সফরের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।
স্ট্যান্ড বাইঃ ইয়াসিন আরাফাত মিশু, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমান।
একনজরে বাংলাদেশ-উইন্ডিজ দ্বিপাক্ষিক লড়াইয়ের সূচি-
- টেস্ট সিরিজ
ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রস্তুতি ম্যাচ ২৮-২৯ জুন অ্যান্টিগা
প্রথম টেস্ট ০৪-০৮ জুলাই অ্যান্টিগা
দ্বিতীয় টেস্ট ১২-১৬ জুলাই জ্যামাইকা
- ওয়ানডে সিরিজ
ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রস্তুতি ১৯ জুলাই জ্যামাইকা
প্রথম ওয়ানডে ২২ জুলাই গায়ানা
দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই গায়ানা
তৃতীয় ওয়ানডে ২৮ জুলাই সেন্ট কিটস
- টি-টোয়েন্টি সিরিজ
ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ৩১ জুলাই সেন্ট কিটস
দ্বিতীয় টি-টোয়েন্টি ৪ আগস্ট ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
তৃতীয় টি-টোয়েন্টি ৫ আগস্ট ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
আরও পড়ুনঃ বাদ পড়লেন তাহির-মরিস