Scores

ট্রিপল সেঞ্চুরি করতে চেয়েছিলেন মুশফিক

টেস্ট ক্যারিয়ারে তৃতীয় বারের মতো ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। তার ইনিংস থেমে যায় অপরাজিত ২০৩ রান করে। ট্রিপল সেঞ্চুরি করার ইচ্ছে ছিল মুশফিকের। সংবাদ সম্মেলনে এমনটাই জানান নিজে।

মিরপুরে নতুন এক রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারের যে নিজের তিন নম্বর ডাবল শতকের স্পর্শ পেয়েছেন। আগের চেয়ে দুইটি এসেছিল সেগুলো বিশেষজ্ঞ উইকেটকিপার হিসেবে। এবার বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। ডাবল সেঞ্চুরি করার পরেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

Also Read - ভারতকে '১৪২' এ আটকে দিলো বাংলাদেশ


শেষবার যখন ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তখনও ট্রিপল সেঞ্চুরি করার সুযোগ ছিল মুশফিকের সামনে। গতবারের মতো এবারো সুযোগ ছিল সেটির। তবে ব্যক্তিগত যখন ২০৩ রানে তখন ইনিংস ঘোষণার ডাক আসে মুমিনুল থেকে। ব্যক্তিগতভাবে ট্রিপল সেঞ্চুরি করার ইচ্ছে ছিল না কিনা এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন,

“তা তো অবশ্যই। আমার নিজেরও পরিকল্পনা ছিল (তিনশ করার)। আমি হয়ত আশা করি নাই ইনিংস ঘোষণা করবে। আমাদের হাতে আরও দুইদিন সময় ছিল, তারপরও মনে হয়েছে দলের চাহিদা সবসময় আগে। চা-বিরতিতেও এমন আলোচনা হয়নি। আধা ঘণ্টা আগে জানতে পেরেছি যে শেষদিকে ৮ ওভারের মতো ওদের দিব।”

তিনি আরও যোগ করেন, “তার আগে তো প্ল্যান ছিল লিটন যদি সেঞ্চুরি করতে পারে তাহলে আমিও তিনশর কাছাকাছি যেতে পারতাম। সেটা আজকে তো হতো না, কালকের দুপুরের মধ্যে হয়ে যেত। ভবিষ্যতে যদি এমন সুযোগ আসে চেষ্টা করব সেটা কাজে লাগানোর। এই মুহূর্তে আমাদের দল ভালো পজিশনে আছে।”

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরির সংখ্যা ‘৫’। যার তিনটি এসেছে মুশফিকের ব্যাট থেকে এবং বাকি দুইটি এসেছে তামিম ও সাকিবের ব্যাট থেকে। সিনিয়ররা বাদে কেউই ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারছেন না। তবে কী বাকিদের সামর্থ্য নেই? মুশফিক অবশ্য এমনটা মনে করেন না।

“আমি যখন শেষবার জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলাম তখনও এই প্রশ্নটা করেছিল। আমি মনে করি ট্রিপল সেঞ্চুরি করা অবশ্যই সম্ভব। টপ অর্ডারে যারা ব্যাটিং করে সবার জন্যই এইটা সম্ভব। শান্ত যদি আজ পর্যন্ত আজ চা-বিরতি পর্যন্ত ব্যাটিং করতে পারত তাহলে ট্রিপল করতে পারত। টপ অর্ডারের যে কারো জন্য এইটা বড় সুযোগ। আমার হয়েছে, ভবিষ্যতে যদি সুযোগ আসে কেন নয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

বাংলাদেশের পথে হাঁটল আয়ারল্যান্ডও

এত ভালো করার প্রত্যাশা খোদ লিটনেরই ছিল না!

ইতিহাস গড়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বাংলাদেশের

তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

তামিমসহ একাধিক পরিবর্তনের সম্ভাবনা বাংলাদেশ একাদশে