Scores

ডমিঙ্গোকে কোচ করতে চেয়েছিল শ্রীলঙ্কাও!

বাংলাদেশ দলের নবনিযুক্ত কোচ রাসেল ডমিঙ্গোর চাহিদা যেন হুট করেই বেড়ে গিয়েছিল! ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর কাজ করছিলেন দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সাথে। এই সময়ে কোনো জাতীয় দলে কাজ করা হয়নি।

ডমিঙ্গোকে কোচ করতে চেয়েছিল শ্রীলঙ্কাও!

তবে বিশ্বকাপের পর দলগুলো কোচিং স্টাফ ছাঁটাই করায় ডমিঙ্গোর দিকে দৃষ্টি বেড়ে গিয়েছিল বোর্ডগুলোর। কোচের সন্ধানে থাকা অনেক বোর্ডই ডমিঙ্গোকে রেখেছিল কোচের ভাবনায়। বাংলাদেশের মত ডমিঙ্গো এগিয়ে ছিলেন শ্রীলঙ্কার কোচ হওয়ার ক্ষেত্রেও!

Also Read - অদ্ভুতভাবে চোট বাঁধিয়েছেন সৌম্য!


খোদ ডমিঙ্গোই জানিয়েছেন এই তথ্য। তিনি জানান, বাংলাদেশের মত শ্রীলঙ্কাও তার সাথে যোগাযোগ করছিল এমনকি রাখা হয়েছিল সম্ভাব্য কোচদের শর্টলিস্টেও। তবে বাংলাদেশ তার সাথে কথাবার্তা পাকাপাকি করে ফেলায় এ যাত্রায় হতাশ হতে হয়েছে লঙ্কানদের।

ডমিঙ্গো বলেন, ‘হ্যাঁ, আমাকে শ্রীলঙ্কা থেকে বলা হয়েছিল। এসএলসির (শ্রীলঙ্কা ক্রিকেট) সাথে আমার কথাবার্তাও হয়েছে। তারাও আমার এজেন্টের সাথে যোগাযোগ করছিল। কিন্তু এই প্রক্রিয়া সময় নিচ্ছিল, আর এর মধ্যে বাংলাদেশে কাজ করার সুযোগ পেয়ে আমি এটাই বেছে নিই।’

বিশ্বকাপে শ্রীলঙ্কার কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার অধীনেই শ্রীলঙ্কা ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশকে। তবে স্বদেশী এই কোচের ‘খবরদারির অভ্যাসে’র কারণে তার সাথে চুক্তি বাতিল করে শ্রীলঙ্কা। হাথুরুসিংহে বাংলাদেশের কোচ হতে পারেন- এমন খবরও শোনা গিয়েছিল। তবে আপাতত লঙ্কান এই কোচ ‘বেকার’। ডমিঙ্গো বাংলাদেশের কোচ হয়ে যাওয়ায় এখন অন্য কোচদের দিকে দৃষ্টি দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেটও।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

এক বছরের জন্য নিষিদ্ধ হলেন ধনাঞ্জয়া

সবাইকে ছাপিয়ে ‘রাজত্ব’ দখলে নিলেন কোহলি

জয়ের ধারায় বাংলাদেশ, টুইটারে প্রশংসা ও স্বস্তি

ব্রিটিশ সংবাদমাধ্যমের উপর বেজায় চটেছেন স্টোকস

যে ম্যাচে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই দলই ঘুরে দাঁড়াতে মরিয়া