Scores

ডমিঙ্গোর কোনো ত্রুটি দেখছেন না সুজন

জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর কোনো ত্রুটি দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। বরং ভালো ফলাফলের জন্য দলের মধ্যে আন্তঃসম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।

ডমিঙ্গোকে 'বলির পাঠা' না বানানোর আহ্বান সুজনের
সাম্প্রতিক ব্যর্থতায় হুমকির মুখে রাসেল ডমিঙ্গোর চাকরি। ফাইল ছবি

জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতায় হুমকির মুখে ডমিঙ্গোর চাকরি। অনেকেই মনে করছেন, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই শেষ হবে বাংলাদেশ দলের সাথে ডমিঙ্গোর যাত্রা। সুজন অবশ্য জানালেন, সাফল্যের জন্য সবসময় কতটা ক্ষুধার্ত থাকেন ডমিঙ্গো।

তিনি বলেন, ‘ও প্রত্যেক সিরিজ জেতার জন্যই মরিয়া। একটা কোচ তো জিততে চায়। কোচ চায় না তার দল হারুক। সে তার সর্বোচ্চ চেষ্টা করছে। হয়ত কিছু ক্ষেত্রে সে দুর্ভাগা। ট্রেনিং খারাপ হচ্ছে না এমন নয়। আমরা ছোটখাটো ভুল করছি। হয়ত ট্রেনিংয়েও ছোটখাটো ভুল হচ্ছে। আমি সেটা অস্বীকার করব না। সবার মধ্যে যোগাযোগ আরও বাড়াতে হবে।’

Also Read - ঈদের পর অনুশীলনে যোগ দেবেন তামিম


সুজন তাই বোর্ডের পরিচালক হওয়া সত্ত্বেও ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে আলাপ করতে নারাজ। তিনি বলেন, ‘কয়দিন ও থাকবে, কে কাকে বরখাস্ত করবে এসব আমি দেখি না। এসব তো বোর্ডের ব্যাপার। এটা নিয়ে আমার বলা একদমই অনুচিত। কারণ ওর সাথে বোর্ডের একটা চুক্তি আছে। তবে কাছ থেকে যতটুকু দেখেছি, আমি বলব সে তার সর্বোচ্চ চেষ্টাটাই করছে। ছেলেদের চাঙ্গা রাখার চেষ্টা করে। কাজ করে ওদের নিয়ে, পরিকল্পনা করে দেয়। অনেক সময় পরিকল্পনা কাজে লাগে, অনেক সময় হয় না। সেটার জন্য তো ওকে আপনি একা দোষ দিতে পারবেন না। সুতরাং আমি কোনো দোষাদোষিতে যাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘এই সিরিজে আমরা ভালো করার চেষ্টা করি, এটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ। এরপর জিম্বাবুয়ে সিরিজ আছে। তাই এই সিরিজ জেতা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিৎ। সবাই একসাথে মিলে কাজ করতে চাই।’ 

Related Articles

বোর্ডের দরবারে অমীমাংসিতই থাকল সুজন-সাকিব ইস্যু

যা ঘটেছিল সাকিব-সুজনের মধ্যে

ম্যাচ রেফারির রিপোর্টের ওপর নির্ভর করছে সাকিবের সাজা

সুজনের কাছে ক্ষমা চেয়েছেন সাকিব

ডিপিএলে সিনিয়রদের আধিপত্যে অবাক নন সুজন